সাম্প্রতিক প্রশ্ন-উত্তর সমুহ

avatar
+2 টি ভোট
কোন ইংরেজি বাক্যে সবগুলো অক্ষর রয়েছে?

"The quick brown fox jumps over the lazy dog" এই ইংরেজি বাক্যে সবগুলো ইংরেজি শব্দ বর্ণ আছে। এধরনের বাক্যকে প্যানগ্রাম বলা হয়ে থাকে। আমাদের দেশে এই বাক্যটি বিশেষ করে টাইপিং শেখাতে ব্যবহার করা হয় অনেক বেশি। এছাড়াও এর আরো কিছু ব্যবহার আছে। 

  • টাচটাইপিং: দশ আঙ্গুলে টাইপিং করার পদ্ধতিকে টাচটাইপিং বলা হয়। টাচটাইপিং'এ এই বাক্যটি অনেক সহায়ক হতে পারে।
  • কিবোর্ড টেস্ট: কিবোর্ড এর কি গুলো ঠিকঠাক আজ করে কি না সেটা বুঝতেও এই বাক্যটি অত্যন কাজের প্রমানিত হতে পারে।
  • ফন্ট প্রিভিউ: কোন ফন্ট এর বিভিন্ন বর্ন গুলো কেমন দেখাবে সেটা বুঝতেও এই বাক্যটি অত্যন্ত কাজের বলা যায়।
avatar
+1 টি ভোট
ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে তাপমাত্রা হ্রাস পায় কেন?
সাধারণভাবে ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া হবে তাপমাত্রা তো ততোই বাড়ার কথা। যেহেতু, ক্রমেই সূর্যের নিকটর্তী যাওয়া হচ্ছে। কিন্তু তা না হয়ে কিছু উচ্চতায় উঠার পর তাপমাত্রা কমতে শুরু করে। এর কারণ কি?
0 টি উত্তর
avatar
+2 টি ভোট
অনেক উচ্চতায় প্লেন চলার সময় পিছনে সাদা ধোয়ার মতো দাগ দেখা যায় কেন?
উচ্চ-উচ্চতার প্লেনগুলির পিছনে যে দৃশ্যমান সাদা ধোয়ার মত দেখা যায় সেটি কনট্রেইল নামে পরিচিত, যা কন্ডেনসন ট্রেইল এর সংক্ষিপ্ত রূপ। এটি ঘটে যখন জেট ইঞ্জিন থেকে উত্তপ্ত নিষ্কাশন গ্যাস উপরের হিমশীতল বায়ুমণ্ডলের সংস্পর্শে আসার সাথে সাথে দ্রুত ঠান্ডা হয়ে বরফ কণায় পরিণত হয়।

জেট ইঞ্জিনে জ্বালানি এবং অক্সিজেন বার্ন হয়ে নিষ্কাশন রূপে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প নিঃসরিত হয়। আমরা জানি উচ্চ-উচ্চতায় বায়ুমণ্ডল অনেক ঠান্ডা থাকে। প্লেন যখন এমন উচ্চতা দিয়ে উড়ে যেখানে বায়ুমণ্ডলের তাপমাত্রা বরফ জমার জন্য প্রয়োজনীয় তাপমাত্রার নিচে থাকে তখন জেট ইঞ্জিনের নিষ্কাশন গ্যাস উপরের হিমশীতল বায়ুমণ্ডলের সংস্পর্শে আসার সাথে সাথে জলীয় বাষ্প দ্রুত ঠান্ডা হয়ে বরফ কণায় পরিণত হয়, যা জেট ইঞ্জিনের পিছনে একটি দৃশ্যমান সাদা পথ তৈরি করে। আমরা মূলত এটিকেই সাদা ধোয়ার মতো দেখতে পাই।
avatar
+3 টি ভোট
বজ্রপাতে আলো আগে শব্দ পরে হয় কেন?
বজ্রপাতে শব্দ পরে শুনি কেন এর সিম্পল উত্তর হলো শব্দের থেকে আলোর গতি অনেক বেশি। আলোর গতি হলো সেকেন্ড এ তিন লক্ষ কিলোমিটার আর অপরদিকে শব্দের গতি হলো ৩৪০ মিটার প্রতি সেকেন্ড। এখন ২-৩ কিলোমিটার দুরে কোথাও বজ্রপাত হলে আলো তো আমরা সাথে সাথেই দেখতে পাবো যেহেতু আলোর গতি সেকেন্ডএ তিন লক্ষ কিলোমিটার, অপর দিকে ৩ কিলোমিটার থেকে শব্দ আমাদের কানে আসতে প্রায় ৯ সেকেন্ড সময় লাগবে।

বজ্রপাতে শব্দ ও সময় কে কাজে লাগিয়ে কিন্তু আমরা এভাবে হিসাব করে জানতে পারি যে বজ্রপাতটি কত দুরে হলো। তবে এখানে একটি কথা জেনে রাখা দরকার যে বিভিন্ন তাপমাত্রায় শব্দের গতি বিভিন্ন রকমের হয়ে থাকে।
avatar
+4 টি ভোট
কোন মুভিতে সর্বপ্রথম পোস্ট ক্রেডিট সিন দেওয়া হয়?

মুভি শেষ হয়ে গেছে এখন ডিরেক্টর, কাস্ট ইত্যাদি নাম উঠতেছে কিন্তু সবাই এখনো বসে আছে। বলছিলাম এমসিইউ এর মুভির কথা। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (বা এমসিইউ) এর প্রায় প্রতিটি মুভিতে পোস্ট ক্রেডিট সিন থাকে। মার্ভেল এই ট্রেন্ড এতবেশি ব্যবহার করেছে যে এখন মার্ভেল এর দেখাদেখি অন্যান্ন স্টুডিও এটা ব্যবহার করা শুরু করেছে। তবে প্রথম পোস্ট ক্রেডিট ব্যবহার এর ক্রেডিট মার্ভেল পাবে না। বরং ইতিহাসের প্রথম কোন পোস্ট ক্রেডিট সিন ব্যবহার করা হয় The Silencers (1977) এই মুভিতে। 

avatar
+2 টি ভোট
নন নিউটনিয়ান ফ্লুইড বলতে কি বোঝায়?

নন-নিউটনিয়ান ফ্লুইড বলা হয়ে থাকে ওইসব ফ্লুইড / প্রবাহী পদার্থকে যেগুলোর সান্দ্রতা (Viscosity) তার উপর চাপ প্রয়োগের সাথে পরিবর্তিত হয়। এদের নন-নিউটনিয়ান ফ্লুইড বলা হয় কারণ এসব ফ্লুইড নিউটনের সান্দ্রতার সূত্র মেনে চলে না। সান্দ্রতা হলো প্রবাহী পদার্থের একটি গুণ যেটা বর্ণনা করে পদার্থটির প্রবাহের প্রতি প্রতিরোধের পরিমাণ। নিউটনের সন্দ্রতার সূত্র অনুসারে কোনো পদার্থের সান্দ্রতা সব ক্ষেত্রে ধ্রুবক। কিন্তু নন-নিউটনিয়ান পদার্থের ক্ষেত্রে এর সান্দ্রতা এর উপর প্রযুক্ত চাপের সাথে পরিবর্তিত হয়। নিউটনের সন্দ্রতার সূত্র মে না চলার কারণেই এদের নন-নিউটনিয়ান ফ্লুইড বলা হয়।


নন-নিউটনিয়ান ফ্লুইড দুই ধরনের হয়:

  • সিউডোপ্লাস্টিক (Pseudoplastic): সিউডোপ্লাস্টিক বলা হচ্ছে সেসকল নন-নিউটনিয়ান ফ্লুইডকে যেগুলোর সন্দ্রতা চাপ প্রয়োগের সাথে কমে অর্থাৎ চাপ প্রয়োগ করলে সহজে প্রবাহিত হয়।
  • ডাইলাট্যান্ট (Dilatant): ডাইলাট্যান্ট বলা হচ্ছে সেসকল নন-নিউটনিয়ান ফ্লুইডকে যেগুলোর সন্দ্রতা চাপ প্রয়োগের সাথে বাড়তে থাকে অর্থাৎ চাপ প্রয়োগ করলে যেগুলোর প্রবাহ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
avatar
+4 টি ভোট
পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে?

কাক হলো পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম কাক ও নুড়িপাথরের গল্প। সেখানে বিষয় টি কাল্পনিক মনে হলেও এটা কিন্তু মিথ্যা নয়।


image


কাক আসলেই তার চারপাশের জিনিস কে কাজে লাগিয়ে তার প্রয়োজন মেটাতে পারে। যেটা অন্য সাধারন পাখি খুব বেশি পারে না।


কাকেরা তাদের খাবার সংগ্রহ করতে জানে। কোন খাবারটি তাদের খেতে হবে এবং কোনটি সংরক্ষণ করতে হবে সেটা তারা বুঝতে পারে। কাকেরা মানুষের চেহারা ও এর বৈশিষ্ট্য মনে রাখতে পারে তাও আবার প্রায় ৫ বৎসর পর্যন্ত। 


কাক একটি উপকারি পাখি। হবে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে।

avatar
+3 টি ভোট
জুপিটার বা বৃহস্পতি গ্রহকে ফেইল্ড স্টার বলা হয় কেন?

বৃহস্পতিকে ব্যর্থ তারকা বলার মূল কারণ হলো বৃহস্পতির মৌলিক গঠন একটি তারকার মতোই। স্টার গুলি হাইড্রোজেন এবং হিলিয়াম নিয়ে গঠিত হয়। স্টার গুলি নিউক্লিয়ার ফিউশন এর মাধ্যমে শক্তি উৎপন্ন করে। নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় হাইড্রোজেন হিলিয়াম এ রূপান্তরিত হয়। নিউক্লিয়ার ফিউশন এর জন্য অনেক উচ্চ চাপ এবং তাপের প্রয়োজন হয় যা বৃহস্পতির মধ্যে নেই। ফলে বৃহস্পতির মধ্যে নিউক্লিয়ার ফিউশন সম্ভব না হওয়ায় এটি তারার মত জ্বলতে পারে না।


নিউক্লিয়ার ফিউশন শুরু করতে যে পরিমাণ তাপ ও চাপের প্রয়োজন সে পরিমাণ তাপ ও চাপ উৎপন্ন করতে সর্বনিন্ম যে ভরের প্রয়োজন বৃহস্পতির ভর তার মাত্র শতকরা ১.২৫ ভাগ, যা বৃহস্পতির একটি নক্ষত্রে পরিণত হওয়ার জন্য অনেক কম। কিন্তু বৃহস্পতির কাছে এই ভর থাকলে এটি একটি তারকা হতে পারতো। তাই একে "ব্যর্থ তারকা" বা "ফেইলড স্টার" বলা হয়।

avatar
+3 টি ভোট
আমেরিকান এক জাতিকে কেন ইন্ডিয়ান বলা হয়?

আমেরিকান আদিবাসিদেরকে "ইন্ডিয়ান" বলা হয়। ক্রিস্টোফার কলম্বাস ১৫শ শতকে তাদেরকে ইন্ডিয়ান বলেছিলেন। এর পিছনে একটি মজার ঘটনা আছে। ক্রিস্টোফার কলম্বাস এশিয়ায় যাওয়ার উদ্যেশে সমুদ্র পাড়ি জমান কিন্তু পৌছালেন আজকের আমেরিকা মহাদেশে। কিন্তু তিনি মনে করলেন যে তিনি আসলে গেছেন এশিয়ার ইন্ডিয়াতে এবং সেখানকার বাসিন্দাদের কে বললেন এরা ইন্ডিয়ান। সেখান থেকেই তাদেরকে ইন্ডিয়ান বলা হয়।

avatar
+4 টি ভোট
ক্যাপাসিটর ব্যাংক কিভাবে পাওয়ার ফ্যাক্টর উন্নত করতে সাহায্য করে?

ক্যাপাসিটর ব্যাংকিং পাওয়ার ফ্যাক্টর সংশোধনের জন্য সবচেয়ে সাধারণ এবং সাশ্রয়ী পদ্ধতি। ক্যাপাসিটর ব্যাংক কিভাবে পাওয়ার ফ্যাক্টর উন্নত করে সেটা জানার আগে পাওয়ার ফ্যাক্টর কি সেটা জানা উচিৎ। পাওয়ার ফ্যাক্টর মূলত ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যবর্তী কোনের কোসাইন (cos) এর মান। আমরা জানি cos এর ক্ষেত্রে কোন যত ছোট হয় মান তত বড় হয়। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যবর্তী কোন বৃদ্ধি পেলে পাওয়ার ফ্যাক্টর এর মান কমে যায়।

ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যবর্তী কোন সৃষ্টি করে রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ লোড আবার দুই ধরনের ক্যাপাসিটিভ এবং ইন্ডাক্টিভ। ক্যাপাসিটিভ লোডের কারেন্ট লিডিং অর্থাৎ উর্ধমুখি এবং ইন্ডাক্টিভ লোডের কারেন্ট ল্যাগিং অর্থাৎ নিন্মমুখি হয়। সাধারণত বেশিরভাগ সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর কম হওয়ার পিছনে মূল কারণ হয়ে থাকে বেশি ইন্ডাক্টিভ লোড ব্যবহারের কারণে, কেননা ইন্ডাস্ট্রিতে ইন্ডাক্টিভ লোড বহুল ব্যবহৃত হয়।


সিস্টেমের ইন্ডাক্টিভ লোডকে ব্যালেন্স করার জন্য ক্যাপাসিটিভ লোড হিসেবে ক্যাপাসিটর ব্যাংক সিস্টেমের সাথে প্যারালালে সংযোগ করা হয়। ফলে ইন্ডাক্টিভ লোডের কারেন্ট ল্যাগিং অর্থাৎ নিন্মমুখি এবং ক্যাপাসিটিভ লোডের কারেন্ট লিডিং অর্থাৎ উর্ধমুখি হওয়ায় এরা একে অপরকে ক্যানসেল করার মাধ্যমে ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যে কোন পার্থক্য কমে যায় ফলে পাওয়ার ফ্যাক্টর উন্নত হয়। এভাবেই ক্যাপাসিটর ব্যাংক পাওয়ার ফ্যাক্টর উন্নত করার কাজ করে।
avatar
+4 টি ভোট
পাওয়ার ফ্যাক্টর উন্নত করার পদ্ধতি কী কী?

পাওয়ার ফ্যাক্টর বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ দিক। নিম্ন পাওয়ার ফ্যাক্টর ইঙ্গিত করে যে পাওয়ার সিস্টেমে অ্যাক্টিভ পাওয়ার এর চেয়ে রিঅ্যাক্টিভ পাওয়ার বেশি ব্যবহার হচ্ছে, যার ফলে পাওয়ার অপচয়, ক্ষমতা হ্রাস এবং বিদ্যুৎ বিল বৃদ্ধির মতো সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলি সমাধান করার জন্য, পাওয়ার ফ্যাক্টর উন্নত করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। পদ্ধতিগুলো নিন্মরুপ।


  • ক্যাপাসিটর ব্যাংক
  • সিঙ্ক্রোনাস কনডেন্সার
  • স্ট্যাটিক VAR কম্পেন্সেটর
  • ফেজ অ্যাডভান্সার
  • হারমনিক ফিল্টার
  • পাওয়ার ফ্যাক্টর সংশোধনী সার্কিট
  • লোড ব্যালেন্সিং
avatar
+4 টি ভোট
স্পয়লার কি?
স্পয়লার হলো কোন মুভি, সিরিজ বা অন্য কিছুর গুরুত্বপূর্ণ কোন তথ্য আগেই ফাস করে দেওয়া। 

মনে করুন আপনি কোন মুভি দেখছেন, একই মুভি আপনার বন্ধু আপনার আগেই দেখে নিয়েছে। এখন মুভিতে কোন ঘটনা ঘটার আগেই কি হবে তা আপনার বন্ধু বলে দিচ্ছে। একেই বলে স্পয়লার। সাপয়লার টার্ম টি শুধু মুভিতে না বরং গল্প, নাটক এমনকি ধাধাতেও থাকতে পারে। মুভি সিরিজ এর বিভিন্ন রিভিউ'এ লেখা হয় স্পয়লার অ্যালার্ট, এর মানে হলো আপনি যদি মুভি বা সিরিজ না দেখে থাকেন তবে উক্ত রিভিউ'এ স্পয়লার আছে যা পড়লে বা দেখলে আপনার মুভি দেখার মজাই নষ্ট হয়ে যাবে।
avatar
+4 টি ভোট
ভিডিও ক্যামেরা কে আবিষ্কার করেছেন?

সাধারনত ফরাসি আর্টিস্ট Louis Le Prince কে ভিডিও ক্যামেরা এর আবিষ্কারক বলা হয়ে থাকে। Louis Le Prince ১৮৮৮ সালে  ভিডিও ক্যামেরা আবিষ্কার করেন। এবং সবচেয়ে পুরনো যে ভিডিও ফুটেজটি পৃথিবীতে আছে সেটাও তারই ধারনকৃত ক্যামেরা থেকে নেওয়া।



ভিডিও টির নাম Roundhay Garden Scene যেখানে দেখা যায় কিছু মানুষ একটি গার্ডেনে চলাচল করতেছে।

+4 টি ভোট
সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন প্রাণী কোনটি?

পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী হলো পেরেগ্রিন ফ্যালকন, যা তার শিকারের উপর আক্রমণ করার সময় ৩২২ কিলোমিটার প্রতি ঘন্টা (২০০ মাইল প্রতি ঘন্টা) এর বেশি গতিতে উড়তে পারে, এসময় অনেক এটি উচ্চতা থেকে খুব নিচুতে ডাইভ করে তার শিকারকে ধরে ফেলে। আবার পানির মধ্যে সবচেয়ে দরুতগতিসম্পন্ন প্রাণী হলো সেলফিশ, যা ঘণ্টায় 109 কিলোমিটার বা 68 মাইল গতি অর্জন করতে সক্ষম।

+4 টি ভোট
ডায়মন্ড কাটা হয় কিভাবে?
আমরা জানি ডায়মন্ড সবচেয়ে কঠিন পদার্থ হিসেবে বিবেচিত। তাহলে একে কাটা হয় কিভাবে?
0 টি উত্তর
avatar
+4 টি ভোট
কম্পিউটারের জিপিইউ (GPU) কি? এর কাজ কি?

কম্পিউটারের জিপিইউ (GPU) হল গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের সংক্ষেপ রূপ। জিপিইউ কম্পিউটারের মধ্যে গ্রাফিক্স এবং মাল্টিমিডিয়া ডেটা প্রসেস করার জন্য ব্যবহৃত হয়। এর প্রধান কাজ হল গ্রাফিক্স প্রসেসিং, যার মধ্যে রয়েছে ছবি, ভিডিও, কম্পিউটার অ্যানিমেশন, গেম ডেভেলপমেন্ট ইত্যাদি।


কম্পিউটারে উচ্চ রেজোলিউশন এবং উচ্চ স্পিডে গ্রাফিক্স প্রসেসিং সম্পন্ন করতে একটি ভালো গ্রাফিক্স কার্ড বা জিপিইউ এর প্রয়োজন হয়। এছাড়াও, জিপিইউ কম্পিউটারের পাওয়ারফুল প্রসেসিং এর সম্ভাবনা প্রদান করে যাতে টাস্ক গুলো দ্রুত সম্পন্ন হতে পারে। গেমিং, ভিডিও এডিটিং, 3D মডেলিং, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি ক্ষেত্রে জিপিইউ খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট।

avatar
+4 টি ভোট
ইঞ্জিনের পাওয়ার / ক্ষমতা হর্স পাওয়ার (Hp) এ প্রকাশ করা হয় কেন?
জেমস ওয়াট ১৮শ শতাব্দীর শেষের দিকে স্টিম ইঞ্জিনের আউটপুটকে ঘোড়ার ক্ষমতার সাথে তুলনা করার জন্য "হর্সপাওয়ার" শব্দটি উদ্ভাবন করেন। জেমস ওয়াট একজন স্কটিশ ইঞ্জিনিয়ার ছিলেন যিনি স্টিম ইঞ্জিনে উল্লেখযোগ্য উন্নতি নিয়ে আসেন এবং তিনি "হর্সপাওয়ার" টার্মটা মূলত স্টিম ইঞ্জিনের মার্কেটিং এর জন্য ব্যবহার করেছিলেন।

সেসময় অনেক শিল্প এবং কৃষি কাজে ঘোড়ার ব্যবহার হতো ভারি কাজ করার জন্য। ফলে 10kw এর একটি ইঞ্জিন কি পরিমাণ কাজ করতে পারবে সেটা গ্রাহকদের বোঝানোর চেয়ে 10টি ঘোড়া কি পরিমাণ কাজ করতে পরে সেটা বোঝানো সহজ ছিল। তাই সম্ভাব্য গ্রাহকদের স্টিম ইঞ্জিন কত পাওয়ারফুল সেটা বোঝানোর জন্য জেমস ওয়াট স্টিম ইঞ্জিনের ক্ষমতাকে ঘোড়ার ক্ষমতার সাথে তুলনা করে "হর্সপাওয়ার" টার্মটা উদ্ভাবন করেন। 

"হর্সপাওয়ার" শব্দটির ব্যবহার ছিল একটি চতুর মার্কেটিং কৌশল এবং এটি আসলেই ওয়াটের নতুন স্টিম ইঞ্জিনকে জনপ্রিয় করতে সাহায্য করে। স্টিম ইঞ্জিন এর জনপ্রিয়তার পাশাপাশি দ্রুতই হর্স পাওয়ার টার্মটা জনপ্রিয় হয়ে ওঠে। ফলে অন্যান্য ইঞ্জিনিয়ার এবং নির্মাতারাও এই শব্দটি ব্যবহার করা শুরু করেন এবং তা শীঘ্রই সব ধরনের ইঞ্জিনের জন্য শক্তির স্ট্যান্ডার্ড একক হয়ে ওঠে।
avatar
+4 টি ভোট
অ্যানিমে ক্যারেক্টার গুলোর চোখ এত বড় হয় কেন?

অ্যানিমে চরিত্রগুলোর মধ্যে সবার চোখ বড় হয়না। বিশেষ করে ছোট বাচ্চা এবং মেয়ে দের চোখ আকারে বড় করা হয়।


image

একটি অ্যানিমে ক্যারেক্টার


মূলত, সৌন্দর্য প্রকাশ করার জন্য এই কাজ টি করা হয়। যে অ্যানিমে গার্ল এর চোখ যত বড় সে ততই সুন্দরী। সেইসাথে আরো যোগ হয় চোখের কালার এবং অসাধারন ডিজাইন। যা অ্যানিমে ক্যারেক্টার কে করে তুলে আরো চমৎকার।

avatar
+4 টি ভোট
চাইনিজে যদি একটা সিম্বল একটা শব্দ নির্দেশ করে তবে চায়নারা নিজেদের নাম লিখে কিভাবে?
প্রথমে আমিও এটা ভাবতাম যে তারা কিভাবে তাদের নাম লিখবে? যেহেতু তাদের লেখার জন্য কোন বর্ণ নেই। 

মূলত তারা তাদের নাম এর ক্ষেত্রে চাইনিজ অর্থবহ নাম ব্যবহার করে। এক বা একাধিক ক্যারেক্টার/সিম্বল/অক্ষর ব্যবহার করে তারা তাদের নাম লিখে থাকে। প্রতিটি ক্যারেক্টার কোন না কোন অর্থ বহন করে থাকে। আবার কোন ক্যারেক্টার সম্পুর্ণ শব্দকেই বহন করে থাকে। 

অধিকাংশ চীনাদের নাম এক এর অধিক সিম্বলে হয়ে থাকে। যেমন এখানে দেখুন, "李小明" (Lǐ Xiǎomíng) এটি একটি চীনা নাম যেখানে "李" (Lǐ) হলো ফ্যামিলি সাবটাইটেল এবং বাকি দুইটি ক্যারেক্টার বা সিম্বল "小明" (Xiǎomíng) হলো নাম টি।

আচ্ছা, তো নন চাইনিজ কোন ব্যাক্তির নাম কিভাবে লিখা যাবে? 

একজন নন চাইনিজ এর নাম চাইনিজে লিখতে ট্রান্সলিটারেশন (Transliteration) নামক এক ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। যেসব চাইনিজ ক্যারেক্টার এর উচ্চারণ ইংরাজি উচ্চরণ এর কাছাকাছি হয় সেসব একাধিক চাইনিজ ক্যারেক্টার এর সমন্বয়ে নন চাইনিজ নাম লেখা হয়ে থাকে।

উদাহরণস্বরূপ, রবার্ট ডউনি জুনিয়র (Robert Downey Jr) এই নামটি ট্রান্সলিটারেশন করে চাইনিজে "罗伯特·唐尼 Jr." (Luóbótè Tángní Jr.) এরকম হবে অনেকটা। এখানে লক্ষ করুন, চাইনিজ ঐসব ক্যারেক্টার সিলেক্ট করা হয়েছে যা একসাথে করলে অনেকটা ইংরাজি এর মতো উচ্চারণ আসে।
avatar
+4 টি ভোট
পৃথিবীর সব চেয়ে মুল্যবান পদার্থের নাম কি এবং সেটির মূল্য কেমন?
বর্তমানে সবচেয়ে দামি পদার্থ হিসেবে বিবেচনা করা হয় অ্যান্টি-ম্যাটারকে। অ্যান্টি-ম্যাটার এর সাব এটমিক কণা (ইলেকট্রন, প্রোটন, নিউট্রন) গুলো সাধারণ পদার্থের মতই ভর সম্পন্ন কিন্তু বিপরীত চার্জ সম্পন্ন। সাধারণ পদার্থে যেখানে ইলেকট্রন নেগেটিভ চার্জ ধারণ করে অ্যান্টি-ম্যাটার এ ইলেকট্রন পজিটিভ চার্জ ধারণ করে। যার কারণে অ্যান্টি-ম্যাটার এর ইলেকট্রনকে পজিট্রন বলা হয়ে থাকে। একইভাবে অ্যান্টি-ম্যাটার এর প্রোটন নেগেটিভ চার্জ ধারণ করে।

অ্যান্টি-ম্যাটার উৎপাদন এবং স্টোর করা অবিশ্বাস্য পরিমাণ চ্যালেঞ্জিং এবং ব্যয়বহুল। এটা উৎপাদন করতে অনেক অ্যাডভান্সড পার্টিকেল এক্সেলারেটর এর প্রয়োজন হয়। এর এক গ্রাম উৎপাদনের ব্যায়ও কয়েক ট্রিলিয়ন ডলার। অত্যন্ত ব্যয়বহুল এবং টেকনিকাল চ্যালেঞ্জ এর কারণে একে শুধুমাত্র সায়েন্টিফিক রিসার্স এর জন্য অনেক অল্প পরিমাণে উৎপাদন করা হয়।

সাধারণ ম্যাটার (পদার্থ) এবং অ্যান্টি-ম্যাটার এর বৈশিষ্ট্যের এই বৈপরীত্যের কারণে ম্যাটার এবং অ্যান্টি-ম্যাটার সংস্পর্শে আসলে উভয়ের মধ্যে ফ্ল্যাশ ওভার ঘটে উভয়েই নিঃশেষ হয়ে যায় এবং তাদের ভরের সমান এনার্জি রিলিজ করে। অ্যান্টি-ম্যাটার সফল ভাবে উৎপন্ন করা সম্ভব হয়েছে। তবে যেহেতু এটি সাধারণ ম্যাটার এর সংস্পর্শে আসলেই ফ্ল্যাশ ওভার ঘটে তাই এখন পর্যন্ত এমন কোনো পাত্র তৈরি করা যায়নি যেটায় অ্যান্টি-ম্যাটার ধারণ করা সম্ভব। অ্যান্টি-ম্যাটার যেহেতু ফ্ল্যাশ ওভারের সময় অনেক এনার্জি রিলিজ করে তাই ভবিষ্যতে এটি নিউক্লিয়ার জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহারের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আরো দেখতে চাইলে সকল প্রশ্ন দেখুন অথবা জনপ্রিয় ট্যাগগুলো ব্রাউজ করুন.

242 টি প্রশ্ন

234 টি উত্তর

28 টি মন্তব্য

34 জন সদস্য

সাম্প্রতিক ব্যাজ সমুহ

easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar
  3. avatar
...