বেশিরভাগ দলের ইংলিশ প্রিমিয়ার লিগে ৫ টি ম্যাচ হয়ে গেছে। শুধুমাত্র চারটি দলের ৪ টি করে ম্যাচ খেলেছে। আজ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির প্রতিপক্ষ আর্সেনাল, ব্রাইটনের মাঠে প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট। পাঁচটি করে ম্যাচ হয়ে যাবে এ দুটি ম্যাচ হলে।
অধিকাংশ দল পাঁচটি করে ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি ৬ টি দল - সাউদাম্পটন, এভারটন, উলভারহ্যাম্পটন, লেস্টার সিটি, ক্রিস্টাল প্যালেস ও ইপসউইচ টাউন। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এসব ঘটনা এবারই প্রথম।
এবারের মৌসুমে অধিকাংশ দল ৫ টি করে ম্যাচ খেললেও এত বেশি দল এর আগে কখনো জয়হীন ছিলোনা। জয় না পেলেও ক্রিস্টাল প্যালেস, ইপসউইচ টাউন ও লেস্টার সিটি সমান ৩ টি করে ম্যাচ ড্র করেছে। এসব দলের সবারই ৩ পয়েন্ট। অপরাধ সম্রাজ্য নামে খ্যাত মেসির জন্মস্থানের আশ্চর্য পরিবর্তন।
এভারটন, উলভারহ্যাম্পটন ও সাউদাম্পটন ১ টি করে ম্যাচ ড্র করেছে। আপাতত খারাপ অবস্থানে রয়েছে এই তিন দল। (-৭) বলে ১৮ নম্বর পজিশনে সাউদাম্পটন। অপরদিকে উলভারহ্যাম্পটন ও এভারটন ৫টি গোল দিয়ে খেয়েছে ১৪ টি করে গোল।
গোল ব্যবধানে দুদলই সমান - ৯। পয়েন্ট তালিকায় এ দুইদলই ১৯ ও ২০ নাম্বারে রয়েছে। চারটি দল এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি - সিটি, আর্সেনাল, নটিংহ্যাম ফরেস্ট ও ব্রাইটন। অবাক করা বিষয় হচ্ছে এই চারটি দলই আজ ম্যাচ খেলতে মাঠে নামছে।
নটিংহ্যাম ও ব্রাইটনের সমান দুটি করে জয় ও হার। আর্সেনাল ৩ ম্যাচ জিতেছে ও ১ ম্যাচ ড্র করেছে। শতভাগ জয় রয়েছে ম্যানসিটির, এছাড়া তারা প্রিমিয়ার লিগের গত মৌসুমে চ্যাম্পিয়ন দল। এবার দেখার বিষয় হলো টানা ৪ বার চ্যাম্পিয়ন ম্যান সিটি আজকের ম্যাচে আর্সেনালের বিপক্ষে জিততে পারে কিনা।
শেষ ৫ বারের দেখায় সমান দুটি করে ম্যাচ জিতেছে ও একবার ড্র করেছে তারা। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ২০ বার চ্যাম্পিয়ন হয়েছে ম্যান ইউনাইটেড। তবে এবার ভালো অবস্থানে নেই তারা ৫ ম্যাচে ২ জয় ও ২ ড্র নিয়ে পয়েন্ট টেবিলের ১১ তম অবস্থানে রয়েছে তারা।
দ্বিতীয় সর্বোচ্চ ১৯ ট্রফি নিয়ে এবারের প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে লিভারপুল। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে তাদের এ অর্জন এখন পর্যন্ত।
নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ওলোভস। ৫ ম্যাচে ৪ হার ও ১ ড্রয়ে মাত্র ১ পয়েন্ট নিয়ে তাদের এ অবস্থা। এখন দেখার শেষ পর্যন্ত এবারের মৌসুমে কারা চ্যাম্পিয়ন হয়। বিস্তারিত জানতে খেলার খবর ওয়েবসাইটে