যে ডিভাইজে 32 বিট (bit) প্রসেসর আছে সেই ডিভাউজে সর্বোচ্চ কত জিবি র্যাম লাগানো কার্যকর হবে!
একটি প্রসেসর কি পরিমান র্যাম হ্যান্ডেল করতে পারবে সেটা হিসাব করা যায় 2n এই সূত্রের সাহায্যে। যেখানে n বিট সংখ্যা।
32 বিট প্রসেসর এর ক্ষেত্রে 232 = 4,294,967,296 বাইট।
যেটা গিগাবাইট এ কনভার্ট করলে দাড়ায় 4 গিগাবাইট। অর্থাৎ, একটি 32 বিট প্রসেসর সর্বোচ্চ 4 গিগাবাইট র্যাম হ্যান্ডেল করতে পারে।
ফান ফ্যাক্ট: 16 বিট এর প্রসেসর এর ক্ষেত্রে র্যাম এর পরিমাণ মাত্র 64 কিলোবাইট।