কোনো পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের আশেপাশে কোনো পরিবাহী পদার্থ থাকলে সেই পরিবাহী পদার্থের মধ্যে ভোল্টেজ আবিষ্ট হয়। এই আবিষ্ট ভোল্টেজ এর প্রভাবে সেই পরিবাহীর মধ্যে একটি ঘুর্নায়মান বিদ্যুতিক প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট এর সৃষ্টি হয়। এই কারেন্ট ই এডি কারেন্ট (Eddy Current)।