রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(403 পয়েন্ট) 151 বার দেখা হয়েছে
আমি আরবি ভাষা শিখতে চাই। এমন কোন অ্যাপ আছে যেটা দিয়ে আমি আরবি সহ যে কোন বিদেশ ভাষা শিখতে পারবো।
+4 টি ভোট

1 টি উত্তর

(1.2k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

হ্যা আছে, মোবাইলে আষা শেখার অনেক আনেক অ্যাপ আছে, তবে এর মধ্যে ডুওলিঙ্গো (Duolingo) হচ্ছে সবচেয়ে বেস্ট। 


ডুওলিঙ্গো (Duolingo) অ্যাপ

ডুওলিঙ্গোতে আছে একশরও বেশি ল্যাঙ্গুয়েজ কোর্স। অত্যন্ত সহজ উপায়ে গেম খেলার মতো করে ভাষা শেখা যায় এটাতে। এই আ্যাপটি প্লে স্টোর ও অ্যাপ স্টোরে পেয়ে যাবেন।


কি ভাবে শিখবেন?

সবার আগে অ্যাপটি ইন্সটল করুন। এবার আপনার পছন্দের ভাষাটি সিলেক্ট করুন। এখন কোন ভাষা থেকে আপনি উক্ত ভাষাটি শিখবেন সেটা সিলেক্ট করুন। এভাবে সহজেই যে কোন ভাষার কোর্স স্টার্ট করতে পারবেন।


অ্যাপটি থেকে ভাষা শেখার জন্য সারাক্ষণ শিখতে হবে না। কোর্স গুলো এমন ভাবে সাজানো হয়েছে যে দিনে ১০ থেকে ১৫ সময় মিনিট দিলেই যথেষ্ট। অ্যাপটিতে তেমন কোন অসুবিধা নেই তবে যেহেতু এটি একটি বিনামুল্যে ভাষা শেখার প্লাটফর্ম তাই  এটি আপনাকে অ্যাডস দেখাবে। 

সম্পাদনা করেছেন
+3 টি ভোট
(1.5k পয়েন্ট)

আমিও হিন্দি শিখেছি এই অ্যাপ ব্যবহার করে

+1

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...