avatar
+৩ টি ভোট

বাংলাদেশকে কোন দেশ প্রথম স্বীকৃতি প্রদান করে?

বাংলাদেশ কে সবার আগে স্বীকৃতি প্রদান করে কোন দেশ। কত তারিখে।

1 টি উত্তর

avatar
+২ টি ভোট
১৯৭১ সালের ৬ই ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান এবং ভারত। ইতিহাসবিদদের মতে ভুটান এবং ভারতের স্বীকৃতির পরেই অন্যান্য দেশের কাছে বাংলাদেশ গ্রহণযোগ্যতা পেতে শুরু করে।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
গুগলের টেনসর চিপসেট পিক্সেল এর কোন সিরিজে প্রথম এসেছিল?
টেনসর চিপসেট যুক্ত স্মার্টফোন প্রথম কত সালে এসেছিল এবং কোন ফোনে এসেছিল!
avatar
+২ টি ভোট
গুগল ম্যাপে দেশ ভেদে স্যাটেলাইট ভিউ এর কোয়ালিটি ভিন্ন হয় কেন?
সাধারণত গুগল ম্যাপে স্যাটেলাইট ভিউ থেকে দেখা যায় ওয়েস্টার্ন দেশগুলোর স্যাটেলাইট ভিউ এর থেকে বাংলাদেশের স্যাটেলাইট ভিউ এর কোয়ালিটি অনেক খারাপ, অনেক ঝাপসা দেখায়। এর পিছনে কারণ কি?
+৩ টি ভোট
আব্বাসীয় খিলাফতের উত্থান হয় কখন? বিস্তারিত জানতে চাই।

আব্বাসীয় খিলাফতের উত্থান হয় ৭৫৮ খ্রিস্টাব্দে।


আব্বাসীয় খিলাফত সম্প্রতি আরব প্রান্তে ইসলামী আদেশবদ্ধতার একটি বিশাল সম্পদ ছিল। এই খিলাফত যথেষ্ট সামরিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অতি প্রভাবশালী ছিল। আব্বাসীয় খিলাফতের বর্ষগুলোতে আরব সাম্রাজ্যকে প্রশাসন করার জন্য মুগল সাম্রাজ্যের সাধারণের দশগুলো কর্মকাণ্ডের উন্নতি হয়। এছাড়াও বারবার তাক্ত মেহদী, জা'ফর মামুন এবং মাহমূদ সাম্রাজ্যদূতের সাহায্যে মাগধ এবং বিহারের জয় উত্থান করেছিলেন আব্বাসীয় খিলাফত। আব্বাসীয় খিলাফতই ইসলামী রাজনীতির প্রায় সবচেয়ে সমৃদ্ধ এবং সাধারণ সম্পদ সম্পন্ন দল।

avatar
+৪ টি ভোট
আমেরিকান এক জাতিকে কেন ইন্ডিয়ান বলা হয়?
আমেরিকান এক জাতিকে ইন্ডিয়ান বলা হয় কেন? এর পেছনের কারন কি?
avatar
+২ টি ভোট
প্রক্সি যুদ্ধ বলতে কি বোঝায়?
এই প্রশ্নের উত্তর এ প্রক্সি যুদ্ধের বিষয়ে বলা হয়েছে। প্রক্সি যুদ্ধ মূলত কি?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...