রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 26 বার দেখা হয়েছে
ফোনে থাকা ব্লু লাইট ফিল্টার কি ব্যবহার করা উচিত? এটা কি আসলেই চোখের কোনো উপকার করে?
+3 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর
ফোন বা কম্পিউটারের স্ক্রিন থেকে আসা ব্লু লাইট যে চোখের ক্ষতি করে এমন কিছু এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই। তবে এটা ঠিক যে ডিজিটাল স্ক্রিন এর দিকে অনেক সময় পর্যন্ত তাকিয়ে থাকলে আমাদের চোখ অনেক দ্রুত ক্লান্ত হয়ে পরে। ব্লু লাইট ফিল্টার ইউজ করলে এই ক্লান্তি অনেক কমে যায়।

ডিজিটাল স্ক্রিন থেকে আসা ব্লু লাইট এর কারণে আমাদের মস্তিষ্ক রাতের বেলায়ও দিন মনে করে। এতে আমাদের স্লিপ সাইকেল এ পরিবর্তন আসে এবং ডিজিটাল স্ক্রিনের সামনে থাকা অবস্থায় সহজে ঘুম আসে না। ব্লু লাইট ফিল্টার ব্যবহারে এই সমস্যাও অনেকটা সমাধান করা সম্ভব।

তাছাড়া পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি ব্লু লাইট ফিল্টার ইউজ করলে চোখ সহজে ক্লান্ত হয় না এবং রাতে ব্লু লাইট ফিল্টার ইউজ না করার তুলনায় দ্রুত ঘুম আসে।
+2 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...