সিজিআই(CGI) এর পূর্ণরূপ হলো কম্পিউটার জেনারেটেড ইমাজেরি। এটা একধরনের কম্পিউটার টেকনোলজি যার মাধ্যমে কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে মুভির কোনো দৃশ্য তৈরি করা হয়। সাধারণত অবাস্তব এবং বাস্তবে শুট করা অনেক রিস্কি/অসম্ভব এমন দৃশ্য CGI এর মাধ্যমে তৈরি করা হয়।