মুভি রিলেটেড ইনফরমেশনে অনেক শোনা যায় যে এই মুভিতে VFX অনেক ব্যবহার করা হয়েছে ঐ মুভিতে CGI অনেক ব্যবহার করা হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে এই CGI আর VFX কি আলাদা? আর আলাদা হলে এদের মধ্যে পার্থক্য কি?
CGI এবং VFX এর মধ্যে মূল পার্থক্য হলো সিজিআই এর মাধ্যমে কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ফিল্মের কোনো দৃশ্য তৈরি করা হয়। অন্যদিকে ভিএফএক্স ব্যবহার করে ইতিমধ্যে বিদ্যমান ফিল্মের মধ্যে ভিজুয়াল ইফেক্ট দেওয়া হয়।