ই-সিম কি? ই-সিম কিভাবে কাজ করে? কিভাবে ই-সিম ব্যবহার করবো?
ই সিম(eSim) হলো এমবেডেড সিম(Embedded SIM) এর সংক্ষিপ্ত রূপ। এর নাম থেকেই বোঝা যাচ্ছে এটা আগে থেকেই ফোনের সাথে ইন্টিগ্রেট করা থাকে। আমরা যেসব ফিজিকাল সিম কার্ড ইউজ করি এগুলোর মধ্যে সাবসক্রাইবার আইডেন্টি কী হাইলি সিকিউর ভাবে রাখা থাকে। এই কী এর মাধ্যমে সিম কোম্পানি গুলো তাদের সাবসক্রাইবার আইডেন্টিফাই করে এবং সার্ভিস প্রদান করে। ই সিম এর ক্ষেত্রে ফোনের মধ্যে একটি প্রোগ্রামেবল সিম কার্ড ইন্টিগ্রেট করা থাকে, যেটাতে সিম কোম্পানির প্রোভাইড করা ক্যারিয়ার প্রোফাইল ইনস্টল করা যায়। ক্যারিয়ার প্রোফাইল ইনস্টল করা হলে এটা সাধারণ ফিজিকাল সিম কার্ডের মতোই কাজ করে।