রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 43 বার দেখা হয়েছে
অ্যান্ড্রয়েড রুট কি? ফোন রুট করলে কি হয়? রুট এর সুবিধা গুলো কি কি?
সম্পাদনা করেছেন
+3 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

রুট, বাংলায় এর অর্থ শেখর। লিনাক্স সিস্টেমে রুট হচ্ছে ডিভাইস এর অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক। এটা এমন একটি পারমিশন যা সিস্টেম ফাইলের মধ্যে যে কোনো পরিবর্তন করার অনুমতি দেয়। যেমন মনে করুন, নতুন ফোনের সাথে বিল্ড ইন কিছু অ্যাপ আসে, একটা নরমাল ফোনে চাইলেও আপনি এসব অ্যাপ আনইন্সটল করতে পারবেন না। এই অ্যাপগুলোও সিস্টেম ফাইলের অংশ। কিন্তু আপনার ফোনটি যদি রুট করা থাকে সে ক্ষেত্রে আপনি ঐ সিস্টেম অ্যাপ গুলোও আনইন্সটল করতে পারবেন।  এরকম অনেক কিছুই আছে যা আপনি আপনার নরমাল ফোনে তো কখনো কল্পনাও করতে পারেন না কিন্তু রুট ফোনে সম্ভব।


রুট ফোনের অতিরিক্ত সুবিধা সমুহ

  1. পারফরম্যান্স বাড়ানো: রুট পারমিশন এর সুবিধা নিয়ে ফোনের সিপিইউ ওভারক্লক করা, র্যাম ম্যানেজমেন্ট বেটার করা সম্ভব।
  2. কাস্টোমাইজেশ: যেহেতু রুট পারমিশন এর মাধ্যমে সিস্টেম ফাইল সমুহ পরিবর্তন করা সম্ভব তাই রুট এর সুবিধা নিয়ে সিস্টেম ফাইল পরিবর্তন করে ফোনের সফটওয়্যার এর লুক পরিবর্তন করা সম্ভব।
  3. ব্যাটারি ব্যাকআপ বাড়ানো: রুট পারমিশন ব্যবহার করে ফোনের ব্যকগ্রাউন্ড এ যেসব অপ্রয়োজনীয় টাস্ক চলে সেগুলো বন্ধ করে ব্যাটারি ব্যাকাপ বেটার করা সম্ভব।
  4. ব্লটওয়্যার রিমুভ: ফোনের সাথে যেসব প্রি ইনস্টলড অ্যাপ আসে এগুলোকে ব্লটওয়্যার বলা হয়। যেহেতু এসব অ্যাপ সিস্টেম ফাইল এর অংশ তাই রুট পারমিশন নিয়ে এসব অ্যাপ ও রিমুভ করা সম্ভব।
  5. অ্যাডস ব্লকিং: অ্যাডস ব্লকিং অ্যাপ যেমন Adaway বা Adguard এর মতো অ্যাপ রুটেড ফোনে ব্যবহার করে বিভিন্ন অ্যাপ এর অ্যাডস ব্লক করা যায়।

এছাড়াও রুটেড ফোনে আরো অনেক সুবিধা পাওয়া যায়।


রুট করলে যে ধরনের ক্ষতি হতে পারে

রুট ফোনের অনেক সুবিধার মাঝে কিছু অসুবিধাও আছে, যেমন:

  1. ফোন রুট করলে ফোনের অফিসিয়াল ওয়ারেন্টি ইনভ্যালিড হয়ে যায়।
  2. ফোন রুট করার পর অফিসিয়াল কোনো আপডেট পাওয়া যায় না।
  3. সিস্টেম ফাইলের মধ্যে অবাঞ্চিত পরিবর্তনের ফলে ফোন সফট ব্রিক হয়ে যেতে পারে।
  4. কোনো স্পাইওয়্যার অ্যাপ রুট পারমিশন নিয়ে ফোন থেকে প্রাইভেট ডাটা চুরি করতে পারে।
  5. অনেক অ্যাপ বিশেষ করে অনেক ব্যাংকিং অ্যাপগুলো রুটেড ফোনে ব্যবহার করা যায় না।
+3 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...