কাস্টম রম কি? কাস্টম রম কিভাবে ব্যবহার করা যায়? এর সুবিধা গুলো কি কি?
অ্যান্ড্রয়েড কাস্টম রম হলো অ্যান্ড্রয়েড ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ যেটা ডিভাইস ম্যানুফ্যাকচারার এর পরিবর্তে কোনো ডেভলপার স্বাধীনভাবে তৈরি করে থাকে। ডেভলপার এই কাস্টম রমের মধ্যে অতিরিক্ত কিছু সুবিধা যোগ করতে পারে আবার অপ্রয়োজনীয় ফিচার গুলো বাদও দিতে পারে। ভিন্ন ভিন্ন ডেভলপার তাদের তৈরি কাস্টম রমে ভিন্ন ভিন্ন সুবিধা দিয়ে থাকে। তবে বেশিরভাগ কাস্টম রম অনেক বেশি কাস্টাইজেশন এর সুবিধা দেয়। আমি নিজেও বেটার পারফরম্যান্স এবং কাস্টোমাইজেশনের জন্য কাস্টম রম ব্যবহার করি।
নোট: এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে কাস্টম রম ইনস্টল করলে আপনার ডিভাইসের ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে। কাস্টম রম ইন্সটল করার ফলে আপনার ফোনের কার্যকারিতা কমে যেতে পারে এমনকি কখনো কখনো কাস্টম রম ইন্সটল করার সময় ফোন ডেড পর্যন্ত হতে পারে।
২৮৭ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য