avatar
+৩ টি ভোট

কাস্টম রম কি? কাস্টম রম ব্যবহার এর সুবিধা গুলো কি কি?

কাস্টম রম কি? কাস্টম রম কিভাবে ব্যবহার করা যায়? এর সুবিধা গুলো কি কি?

1 টি উত্তর

avatar
+১ টি ভোট

অ্যান্ড্রয়েড কাস্টম রম হলো অ্যান্ড্রয়েড ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ যেটা ডিভাইস ম্যানুফ্যাকচারার এর পরিবর্তে কোনো ডেভলপার স্বাধীনভাবে তৈরি করে থাকে। ডেভলপার এই কাস্টম রমের মধ্যে অতিরিক্ত কিছু সুবিধা যোগ করতে পারে আবার অপ্রয়োজনীয় ফিচার গুলো বাদও দিতে পারে। ভিন্ন ভিন্ন ডেভলপার তাদের তৈরি কাস্টম রমে ভিন্ন ভিন্ন সুবিধা দিয়ে থাকে। তবে বেশিরভাগ কাস্টম রম অনেক বেশি কাস্টাইজেশন এর সুবিধা দেয়। আমি নিজেও বেটার পারফরম্যান্স এবং কাস্টোমাইজেশনের জন্য কাস্টম রম ব্যবহার করি।


কাস্টম রম ব্যবহারের সুবিধা:

  1. বেটার পারফরম্যান্স: অনেক কাস্টম রমই ভাল পারফরম্যান্স এবং দ্রুত গতির জন্য অপ্টিমাইজ করা হয়। 
  2. বেটার ব্যাটারি লাইফ: অনেক কাস্টম রমই ব্যাটারি লাইফ বেটার করার জন্য ডিজাইন করা হয়।
  3. কাস্টমাইজেশন: কাস্টম রম ব্যবহারকারীরা সহজেই থিম, আইকন এবং ফন্ট পরিবর্তন করার পাশাপাশি তাদের সিস্টেমের লুক এবং ফিল কাস্টোমাইজ করতে পারে।
  4. অতিরিক্ত ফিচার: কাস্টম রমগুলিতে প্রায়শই অতিরিক্ত কিছু ফিচার দেওয়া থাকে যা অপারেটিং সিস্টেমের অফিসিয়াল সংস্করণে পাওয়া যায় না, যেমন CPU ওভারক্লক বা আন্ডারক্লক করা।
  5. নিরাপত্তা: কাস্টম রমগুলি নিয়মিত সিকিউরিটি প্যাচ এবং আপডেট প্রদান করে থাকে যা অনেক ম্যানুফ্যাকচারার নিয়মিত প্রদান করে না কিংবা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রদান করে থাকে।
  6. লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন: কাস্টম রম ব্যবহার করার মাধ্যমে পুরানো ডিভাইসেও অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন ব্যবহার করা সম্ভব। যেমন আমার ফোন সর্বশেষ আপডেট প্রদান করেছিল অ্যান্ড্রয়েড 9 পর্যন্ত। কিন্তু আমি কাস্টম রম ব্যবহারের মাধ্যমে এখন অ্যান্ড্রয়েড 11 ব্যবহার করছি।


নোট: এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে কাস্টম রম ইনস্টল করলে আপনার ডিভাইসের ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে। কাস্টম রম ইন্সটল করার ফলে আপনার ফোনের কার্যকারিতা কমে যেতে পারে এমনকি কখনো কখনো কাস্টম রম ইন্সটল করার সময় ফোন ডেড পর্যন্ত হতে পারে।


এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
স্মার্টফোনে ফ্লাইট মোড দেওয়া হয় কেন? ফ্লাইট মোড এর কাজ কি?
স্মার্টফোনে ফ্লাইটমোড কেন দেওয়া হয়? এর কাজ গুলো কি কি?
avatar
+৪ টি ভোট
কি কি উপায়ে স্মার্টফোন এর ব্যাটারি ভালো রাখা যেতে পারে?
স্মার্টফোন এর ব্যাটারি দির্ঘদিন ব্যবহার করতে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না?
avatar
+২ টি ভোট
পুরাতন স্মার্টফোন কেনার সময় কি কি চেক করা উচিত?
আমি পুরাতন ফোন কিনতে চাচ্ছি। এক্ষেত্রে পুরাতন ফোন কেনার আগে ক কি চেক করে নেওয়া উচিত আমার।
avatar
+৪ টি ভোট
ফোনের ডার্ক মোড অথবা নাইট মোড সবসময় চালু রাখলে কি ফোনের কোনো সমস্যা হবে?
আমি যদি সবসময় ফোন ডার্ক মোডে ব্যবহার করি তাহলে ফোনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে?
avatar
+৪ টি ভোট
ব্লোটওয়্যার কি? স্মার্টফোনের জন্য ব্লোটওয়্যার কি ক্ষতিকর?
ব্লোটওয়্যার কি? এটাকি কোনো ভাইরাস কিংবা ম্যালওয়্যার এর মত? ব্লোটওয়্যার কি স্মার্টফোনের ক্ষতি করে? 

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...