কোনো একটি ফেজ এবং নিউট্রাল এর মধ্যবর্তী ভোল্টেজ কে বলা হয় ফেজ ভোল্টেজ(VP)
আর যে কোনো দুই ফেজ এর মধ্যবর্তী ভোল্টেজ কে বলা হয় লাইন ভোল্টেজ(VL)
একাধিক ফেজ এর লাইনের ক্ষেত্রে একটি ফেজ আরেকটি ফেজ থেকে নির্দিষ্ট কৌণিক ব্যবধানে থাকে। থ্রি ফেজ লাইনের ক্ষেত্রে এই ব্যবধান 120° হয়ে থাকে।
থ্রি ফেজ লাইনের ক্ষেত্রে দুটো ফেজ এর মধ্যবর্তী ভোল্টেজ (লাইন ভোল্টেজ) হিসাব করা যায় নিচের সূত্রের সাহায্যে।
VL = VP√3
এই সূত্র দিয়ে হিসেব করলে ফেজ ভোল্টেজ 230V হলে লাইন ভোল্টেজ হয় প্রায় 400V
120° সহ অন্য যে কোনো কৌণিক ব্যবধানের দুটো ফেজ এর মধ্যবর্তী ভোল্টেজ নিচের সূত্রের সাহায্যে হিসাব করা যায়।
VL= 2VPSin(θ/2)
এখানে (θ) হলো দুটো ফেজ এর মধ্যবর্তী কোণ
ফ্যাক্ট: দুটো ফেজ এর মধ্যবর্তী কৌণিক ব্যবধান 180° হলে লাইন ভোল্টেজ সর্বোচ্চ হবে।
২৮৭ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য