রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 44 বার দেখা হয়েছে
ভিপিএন কি? ভিপিএন এর কি ব্যবহার? এিপিএন এর কাজ কি?
+3 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

ভিপিএন(VPN) এর পূর্ণরূপ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন আপনার ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করার মাধ্যমে অনলাইন আইডেন্টি এবং প্রাইভেসি প্রোটেক্ট করে।


ভিপিএন কিভাবে কাজ করে?

ভিপিএন আপনার সব ইন্টারনেট ট্রাফিক তাদের নিজস্ব সার্ভারের মাধ্যমে আদান প্রদান করার মাধ্যমে আপনার মূল আইপি এড্রেস প্রোটেক্ট করে। ভিপিএন ব্যবহার করলে একমাত্র ভিপিএন এর সার্ভার ই আপনার সব ডাটার সোর্স হিসেবে কাজ করে, ফলে আপনার আইএসপি(ISP) কিংবা কোনো থার্ড পার্টি আপনার ইন্টারনেট হিস্টোরি ট্রাক করতে পারে না।


ভিপিএন যেসব কাজে ব্যবহার করা যেতে পারে

প্রইভেসি বজায় রাখতে ভিপিএন ব্যবহার করা হয়। এটি ভিপিএন ব্যবহার করার সবচেয়ে গুরুত্বপুর্ণ কারন। ফ্রি পাবলিক ওয়াইফাই গুলোতে ( যেমন, রেল স্টেশন, এয়ারপোর্ট ইত্যাদি) এগুলোতে আপনার ব্রউজার কুকি, পাসওয়ার্ড, ব্যাঙ্ক ইনফো হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে ভিপিএন ব্যবহার করলে নিরাপত্তা পাওয়া যেতে পারে। 


লোকেশন স্পুফ করতেও ভিপিএন ব্যপক ব্যবহার করা হয়। কোন ওয়েবসাইট যদি বাংলাদেশে তাদের সেবা বন্ধ করে দেয় তবে লোকেশন স্পুফ করে অর্থাৎ অন্য একটা দেশের সার্ভারে ভিপিএন কানেক্ট করে সেবা নিতে পারবেন। এ ক্ষেত্রে তথন সেই ওয়েবসাইট আর বুঝতে পারবে না যে আপনি কোন দেশ আছেন। যেমন ইউটিউব প্রিমিয়াম বাংলাদেশে এখনও আসেনি কিন্তু ভিপিএন ব্যবহার করে লোকেশন স্পুফ করে সেটা বাংলাদেশ থেকেই ব্যবহার করা যাবে।

নির্বাচিত করেছেন
+3 টি ভোট

এরকম আরও প্রশ্ন

easoyeb (1.2k পয়েন্ট) 19 ডিসেম্বর, 2022 প্রশ্ন করেছেন
সেরা ফ্রি ভিপিএন কোনগুলো?
+3 টি ভোট
1 টি উত্তর

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...