কিছু ফ্রি ভিপিএন আছে যেগুলো পার্সোনালি আমার অনেক পছন্দের। এই কোন গুলোর মধ্যে কিছু ভিপিএন এর লিমিট নেই আবার কিছু ভিপিএন মান্থলি লিমিটেড পরিমান ডেটা দিয়ে থাকে।
ProtonVPN
প্রায় সব প্লার্টফর্ম এর জন্য অ্যাভেইলেবল এই ভিপিএনটি হলো প্রোটন মেইল এর একটি সেবা। এই ভিপিএন এর কোন ডেটা লিমিট নেই। তবে এর সর্ভার অনেক কম সার্ভার আছে।
HideMe
হাইডমি ভিপিএন প্রতিমাসে ১০ জিবি প্রদান করে থাক। এটিও প্রায় সব প্লার্টফর্ম এর জন্য অ্যাভেইলেবল আছে। হাইডমি ভিপিএন এর বেশকিছু সার্ভার আছে ফ্রি। তবে বাকি সার্ভার গুলো ব্যাবহার করতে হলে প্রিমিয়ামে জয়েন করতে হবে।
Windscribe
উইন্ডসক্রাইব ভিপিএনও সব প্লার্টফর্ম এর জন্য অ্যাভেইলেবল। এবং উইন্ডসক্রাইব ভিপিএনও হাইডমি এর মতোই ১০ জিবি প্রতিমাসে দিয়ে থাকে। মাস শেষে ব্যাবহৃত লিমিট রিসেট হয়ে আবার ১০ জিবি পাওয়া যায়। ফ্রি এর পাশাপাশি প্রিমিয়াম প্লানও আছে। এবং ফ্রিতে বেশ কয়েকটি সার্ভারও আছে।
SecureVPN
এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর একটি ভিপিএন অ্যাপ। বেশ লাইটওয়েট একটি অ্যাপ। এটা ব্যবহারের কোন লিমিট নেই। বেশ কয়েকটি সার্ভার ফ্রিতে পাওয়া যায়। এটি অ্যান্ড্রয়েড ছাড়া আর কোন অপারেটিং সিস্টেমের জন্য অ্যাভেইলেবল নয়।