রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 54 বার দেখা হয়েছে
আগের দিনে স্মার্ট ফোনগুলোতে সাধারণত একটি ক্যামেরা দেখা যত কিন্তু বর্তমানে ফোন গুলোতে দেখা যায় একটির বেশি দুইটি তিনটি এবং চারটি ক্যামেরা পর্যন্ত থাকে। আচ্ছা এই একাধিক ক্যামেরা দেওয়ার কারণটা কি?
+3 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর
অনেককেই মনে করেন ফোনে যত বেশি ক্যামেরা থাকবে ছবি তত ভালো আসবে। কিন্তু মাল্টিপল ক্যামেরা দেওয়ার কারণ মোটেও এরকম নয়। মাল্টিপল ক্যামেরা দেওয়ার মূল কারণ হলো, মাল্টিপল ক্যামেরা একই ফোনে মাল্টিপল লেন্স ব্যবহারের সুবিধা করে দেয়। প্রফেশনাল ক্যামেরার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে (যেমন ম্যাক্রো, জুম, আল্ট্রা ওয়াইড, পট্রেইড) একই ক্যামেরায় আলাদা আলাদা লেন্স ব্যবহার করা যায়। কিন্তু স্মার্টফোনের ক্যামেরার ক্ষেত্রে লেন্স পরিবর্তন করা সম্ভব নয়। তাই স্মার্টফোন এ আলাদা আলাদা লেন্স এর কাজ সম্পন্ন করতে ভিন্ন ভিন্ন লেন্স যুক্ত একাধিক ক্যামেরা দেওয়া হয়। যাতে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্ন লেন্স এর প্রয়োগ করা যায়। ক্যামেরার মোড সুইচ করার সাথে ফোনের ক্যামেরাও সুইচ হয়।
+3 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...