avatar
+৩ টি ভোট

এখন স্মার্টফোন গুলোতে একাধিক ক্যামেরা থাকে কেন?

আগের দিনে স্মার্ট ফোনগুলোতে সাধারণত একটি ক্যামেরা দেখা যত কিন্তু বর্তমানে ফোন গুলোতে দেখা যায় একটির বেশি দুইটি তিনটি এবং চারটি ক্যামেরা পর্যন্ত থাকে। আচ্ছা এই একাধিক ক্যামেরা দেওয়ার কারণটা কি?

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট
অনেককেই মনে করেন ফোনে যত বেশি ক্যামেরা থাকবে ছবি তত ভালো আসবে। কিন্তু মাল্টিপল ক্যামেরা দেওয়ার কারণ মোটেও এরকম নয়। মাল্টিপল ক্যামেরা দেওয়ার মূল কারণ হলো, মাল্টিপল ক্যামেরা একই ফোনে মাল্টিপল লেন্স ব্যবহারের সুবিধা করে দেয়। প্রফেশনাল ক্যামেরার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে (যেমন ম্যাক্রো, জুম, আল্ট্রা ওয়াইড, পট্রেইড) একই ক্যামেরায় আলাদা আলাদা লেন্স ব্যবহার করা যায়। কিন্তু স্মার্টফোনের ক্যামেরার ক্ষেত্রে লেন্স পরিবর্তন করা সম্ভব নয়। তাই স্মার্টফোন এ আলাদা আলাদা লেন্স এর কাজ সম্পন্ন করতে ভিন্ন ভিন্ন লেন্স যুক্ত একাধিক ক্যামেরা দেওয়া হয়। যাতে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্ন লেন্স এর প্রয়োগ করা যায়। ক্যামেরার মোড সুইচ করার সাথে ফোনের ক্যামেরাও সুইচ হয়।

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
কোন ফোনের ক্যামেরা ভালো সেটা কিভাবে বুঝবো?
স্মার্টফোন কিনতে গেলে একেক ফোনের একেক রকমের ক্যামেরা। এগুলোর কোন ফোনে একটি ক্যামেরা, আবার কোন ফোনে দুইটি অথবা তিনটি ক্যামেরা। এখন আমি কিভাবে বুঝব এই ফোনের ক্যামেরাটি ভালো?
avatar
+৪ টি ভোট
স্মার্টফোন দিয়ে DSLR মোডে ফটো তুলবো কিভাবে?
আজকাল DSLR ক্যামেরা ছাড়াই হাতে থাকা স্মার্টফোন দিয়েই DSLR এর মত (ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে) ফটো তোলা যায়। তো, স্মার্টফোন দিয়ে এইরকম ফটো তুলবো কিভাবে?
avatar
+২ টি ভোট
পুরাতন স্মার্টফোন কেনার সময় কি কি চেক করা উচিত?
আমি পুরাতন ফোন কিনতে চাচ্ছি। এক্ষেত্রে পুরাতন ফোন কেনার আগে ক কি চেক করে নেওয়া উচিত আমার।
avatar
+৪ টি ভোট
কি কি উপায়ে স্মার্টফোন এর ব্যাটারি ভালো রাখা যেতে পারে?
স্মার্টফোন এর ব্যাটারি দির্ঘদিন ব্যবহার করতে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না?
avatar
+৪ টি ভোট
স্মার্টফোনে ফ্লাইট মোড দেওয়া হয় কেন? ফ্লাইট মোড এর কাজ কি?
স্মার্টফোনে ফ্লাইটমোড কেন দেওয়া হয়? এর কাজ গুলো কি কি?

২৭৩ টি প্রশ্ন

২৬৫ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪২ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar
  3. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

whoever ১৪ ৫৬ ২১৭ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৪ ৫৬ ২১৭ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৪ ৫৬ ২১৭ একটি ব্যাজ পেয়েছেন
Sakhawat ১৪৫ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৫৫ ২২৬ একটি ব্যাজ পেয়েছেন
...