এআই(AI): আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিনের মধ্যে মানুষের বুদ্ধিমত্তার সিমুলেশন এর মত যা মানুষের মতো চিন্তা করার এবং কাজ করার জন্য প্রোগ্রাম করা হয়। একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হিউম্যান এর মতোই বিভিন্ন কাজ যেমন মানুষের কথা বোঝা, সিদ্ধান্ত নেওয়া, কোনো সমস্যা সমাধান করার জন্য ট্রেইন করা সম্ভব।আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সাধারণত দুই ধরনের। ন্যারো এআই এবং জেনারেল এআই। ন্যারো এআই বলা হচ্ছে সেগুলোকে যেগুলো শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজ করার জন্য প্রোগ্রাম করা হয়, যেমন দাবা খেলা, কিউব সলভ করা বা গাড়ি চালানো। অন্যদিকে, জেনারেল এআই বলা হচ্ছে সেগুলোকে যেগুলো মানুষের মতো একাধিক কাজ শিখতে এবং করতে পারে। এধরনের এআই মানুষের মতোই কোনো কাজ শেখার পর যত বেশিবার সেই কাজ করে ততই দক্ষ হয়ে ওঠে সেই কাজে।
কম্পিউটার বিজ্ঞান, জীববিজ্ঞান, মনোবিজ্ঞান, ভাষা বিজ্ঞান এবং গণিত এই সব কিছুর সমন্বয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়। এআই এর ফলে আমাদের দৈনন্দিন লাইফ অনেক সহজ হয়ে গেছে, যেমন আমাদের ফোনের ভয়েস টাইপিং, গুগল অ্যাসিস্ট্যান্স ব্যবহার করে দ্রুত কোনো অ্যাপ ওপেন করা বা কাউকে কল করা, টেসলা কারের অটোপাইলট এই সবকিছুই সম্ভব হয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজন্সের কারণে। অনেক ভালো ব্যবহারের মাঝে কিছু কুচক্র এআই এর অপব্যবহার করে কাজ যেমন শেয়ার মার্কেট ক্রাশ, হ্যাকিং এর মতো বেআইনি কাজও করে থাকে।
২৮৮ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৬ জন সদস্য
Nobody yet this month.