avatar
+৪ টি ভোট

ইউনিকোড বলতে কি বোঝায়?

ইউনিকোড বলতে কি বোঝায়? কি কারনে ইউনিকোড এসেছে?

1 টি উত্তর

avatar
+২ টি ভোট
ইউনিকোড অর্থাৎ ইউনিক কোড। ইউনিকোড হলো একটি সংস্থা যারা বিভিন্ন ভাষার প্রতিটি ক্যারেক্টার এর জন্য একটি ইউনিক কোড প্রদান করে থাকে।

একটা সময় কম্পিউটারে ইংরেজি ছাড়া আর কোন ভাষায় লেখার কোন সুব্যবস্থা ছিল না। সে সময় ইংরেজি বাদে অন্যান্য ভাষাতে লেখা গেলেও সেটা আরেকটা কম্পিউটারে পাঠানো যেত না। পাঠানো গেলেও সেটা আর সেই কম্পিউটারে পড়ার উপযোগী ছিল না।

ইউনিকোড আসার ফলে প্রত্যেক টি বর্ণকে আলাদা ভাবে চিহ্নিত করা যাচ্ছে। এর ফলে বাংলাতেও এখন যদি আমরা কোন কিছু লিখি সেটা অন্য ডিভাইসে সঠিক ভাবে দেখানো সম্ভব হচ্ছে।

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
NFT বলতে কি বোঝায়? NFT এর কাজ কি?
সোশ্যাল মিডিয়ায় আজকাল NFT নিয়ে অনেক পোস্ট দেখা যায়। এই NFT মূলত কি? এর কাজ কি? একটু বিস্তারিত জানতে চাই।
avatar
টি ভোট
Intellectual property বলতে কি বোঝায়?
অনেককেই বলতে শোনা যায় যে, Intellectual properties। মূলত Intellectual Property বলতে কি বোঝায়? 
avatar
+৪ টি ভোট
হিমাংক বলতে কি বোঝায়?
আবহাওয়ার খবরে হিমাংক শব্দটা প্রতিনিয়ত ব্যবহার করা হয়। এই হিমাংক এর অর্থ কি?
avatar
+৩ টি ভোট
স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার বলতে কি বোঝায়?
স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার মূলত কি, বিস্তারিত উত্তর আশা করছি।
avatar
+৪ টি ভোট
ইংরেজি সালে BC এবং AD বলতে কি বোঝায়?
ইংরেজিতে বছর লিখার সময় BD এবং AD লিখা হয়। BC এবং AD বলতে কি বোঝায়?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...