রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 46 বার দেখা হয়েছে
ইউনিকোড বলতে কি বোঝায়? কি কারনে ইউনিকোড এসেছে?
+4 টি ভোট

1 টি উত্তর

(403 পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর
ইউনিকোড অর্থাৎ ইউনিক কোড। ইউনিকোড হলো একটি সংস্থা যারা বিভিন্ন ভাষার প্রতিটি ক্যারেক্টার এর জন্য একটি ইউনিক কোড প্রদান করে থাকে।

একটা সময় কম্পিউটারে ইংরেজি ছাড়া আর কোন ভাষায় লেখার কোন সুব্যবস্থা ছিল না। সে সময় ইংরেজি বাদে অন্যান্য ভাষাতে লেখা গেলেও সেটা আরেকটা কম্পিউটারে পাঠানো যেত না। পাঠানো গেলেও সেটা আর সেই কম্পিউটারে পড়ার উপযোগী ছিল না।

ইউনিকোড আসার ফলে প্রত্যেক টি বর্ণকে আলাদা ভাবে চিহ্নিত করা যাচ্ছে। এর ফলে বাংলাতেও এখন যদি আমরা কোন কিছু লিখি সেটা অন্য ডিভাইসে সঠিক ভাবে দেখানো সম্ভব হচ্ছে।
নির্বাচিত করেছেন
+1 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...