ঢাকা মেট্ররেল প্রকল্পের মূল উদ্যেশ্য ঢাকাকে যানজট মুক্ত করা। ঢাকায় কি পরিমাণ যানজট হয় সেটা ঢাকার মানুষ ভালোভাবেই জানে। মেট্রো রেল প্রকল্পের উদ্যেশ্য হলো যাতে শতকরা কিছু পরিমাণ মানুষ মেট্রোতে ট্রাভেল করার কারণে সড়ক পথের উপর কিছুটা চাপ কমে এবং যানজটের কিছুটা উন্নতি হয়।
যারা মেট্রোতে যাওয়া আসা করবে তাদের সময় বাঁচবে সেটা তো জানা কথা আবার মেট্রোর ফলে যানজট কম হওয়ায় যারা সড়ক পথে যাওয়া আসা করবে তাদেরও সময় বাঁচবে অনেকটা। আশা করছি মেট্রোর সবকটা প্রজেক্টের কাজ শেষ হলে ঢাকার জীবন যাত্রার কিছুটা উন্নতি হবে। আবার যানজট কম হলে সবাই নিজ নিজ কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছালে প্রোডাক্টিভিটি ভালো হবে, এতে দেশের অর্থনীতিতেও পজিটিভ ইম্প্যাক্ট পড়বে আশা করা যায়।