রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 43 বার দেখা হয়েছে
মেট্রো রেলে কি ধরনের মোটর ব্যবহার করা হয়। আর মোটর কি শুধু একটি নাকি একাধি মোটর থাকে?
+3 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর
মেট্রো রেলে এসি থ্রি ফেজ সিংক্রোনাস মোটর ব্যবহার করা হয়। যেসব ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স যেগুলোতে স্পিড কন্ট্রোল করার দরকার হয় সেগুলোতে সিংক্রোনাস মোটর ব্যবহার করা হয়। সিংক্রোনাস মোটর এর ক্ষেত্রে ইলেকট্রিসিটির ফ্রিকুয়েন্সি নিয়ন্ত্রণ করে মোটরের স্পিড নিয়ন্ত্রণ করা যায়। তাই সকল ভারী ইলেকট্রিক যানবাহনে সিংক্রোনাস এসি মোটর ব্যবহার করা হয়। আর মেট্রো চালানোর জন্য যেহেতু অনেক বেশি পাওয়ারের প্রয়োজন হয় তাই একসাথে একাধিক মোটর ব্যবহার করা হয়।
+2 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...