avatar
+৩ টি ভোট

আমরা বাসা-বাড়িতে দৈনন্দিন কাজে এসি বিদ্যুৎ এর পরিবর্তে ডিসি বিদ্যুৎ সাপ্লাই কেন ব্যবহার করি না?

যেমনটা আমরা জানি এসি বিদ্যুৎ ডিসির তুলনায় অনেক বেশি বিপদজনক। তাছাড়া আমরা এসিতে যেসব অ্যাপ্লায়েন্স ব্যবহার করি সেগুলোর সবগুলোর ডিসিতে চালানোর মত রিপ্লেসমেন্ট সম্ভব, আবার অনেক অ্যাপ্লায়েন্স বিশেষ করে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স গুলো এসি বিদ্যুৎ ডিসিতে রুপান্তর করার পর তবেই ব্যবহার করে। তাহলে আমরা বাসা বাড়িতে ডিসি পাওয়ার কেন ব্যবহার করি না?

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

এটা ঠিক যে ডিসি কারেন্ট এসির তুলনায় অনেক সেফ, আমদের ব্যবহৃত হোম অ্যাপ্লায়েন্স এর ডিসি ভার্সন ও সম্ভব। দেখতে গেলে ভোক্তা পর্যায়ে ডিসি পাওয়ার ব্যবহার না করার সেরকম কোনো কারণ নেই। সমস্যা মূলত ট্রান্সমিশন সিস্টেমে। দূরবর্তী ডিসি ট্রান্সমিশনে অসুবিধার কারনেই সেই সময় এডিসনের ডিসি পাওয়ার সিস্টেমকে উপেক্ষা করে টেললার এসি পাওয়ার সিস্টেম প্রধান্য পায়। দূরবর্তী পাওয়ার ট্রান্সমিশনে পাওয়ার লস কমাতে অনেক হাই ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিট করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের এই প্রশ্নটি দেখুন।


বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ অনেক হাই ভোল্টেজে ট্রান্সমিট করার কারণ কি?


এসি পাওয়ারের ক্ষেত্রে সহজেই ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজ আপ কিংবা ডাউন করা যায়। কিন্তু ডিসির ক্ষেত্রে যেহেতু ইলেকট্রো ম্যাগনটিক ইনডাকশন ঘটে না তাই সরাসরি ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজ আপ ডাউন করা সম্ভব নয়। ডিসিকে ভোল্টেজ আপ করতে হলে প্রথমে ডিসি পাওয়ার এসিতে কনভার্ট করে তারপর ভোল্টেজ আপ করার পর পুনরায় ডিসিতে কনভার্ট করতে হবে।


লো ভোল্টেজ এবং কারেন্ট এর ক্ষেত্রে সহজেই ডিসি থেকে এসি এবং এসি থেকে ডিসি কনভার্ট করা গেলেও হাই ভোল্টেজ এবং কারেন্টের ক্ষেত্রে কম্পোনেন্ট গূলোর সাইজ অনেক বড় বড় হয়, এমনকি একটি বিল্ডিংয়ের সমান হতে পারে একেকটি কম্পোনেন্ট, যা অনেক কস্টলি। পাওয়ার ট্রান্সমিশন এত কস্টলি হলে বিদ্যুতের ইউনিটের দাম অনেক বেশি হয়ে যাবে। তাই মুলত ডিসি সিস্টেমে ট্রান্সমিশন সমস্যা বিবেচনা করেই বিশ্বব্যাপী এসি পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
কোনটি বেশি বিপদজনক এসি নাকি ডিসি কারেন্ট?
উচ্চ ভোল্টেজ এসি এবং ডিসি উভয় পাওয়ার ই বিপদজনক। আমার প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক শক এর সময় একই ভোল্টেজে এদের মধ্যে কোনটি বেশি বিপদজনক হবে?
avatar
+৩ টি ভোট
এসি কারেন্ট এর জনক কে?
এসি(AC) কারেন্ট এর জনক বলা হয় কাকে?  
avatar
+৩ টি ভোট
বাংলাদেশে এসি কারেন্ট এর ফ্রিকুয়েন্সি কত?
বাংলাদেশে যে আবাসিক বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সেটার ফ্রিকুয়েন্সি কত থাকে?
avatar
+৪ টি ভোট
অনেক ডিসি মোটরের স্থায়ী চুম্বকের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় কেন?
অনেক ডিসি মোটরে ম্যাগনেটিক ফিল্ড তৈরির জন্য পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয় আবার অনেক মোটরে ফিল্ড কয়েল অর্থাৎ ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয়। ইলেকট্রোম্যাগনেট এর পরিবর্তে পার্মানেন্ট ম্যাগনেট ব্যাবহার করলে পাওয়ার সেভ হয়, তারপরও কিছু কিছু মোটর এ ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয় কেন?
avatar
+২ টি ভোট
অনেক জায়গায় উচু বিদ্যুৎ লাইনের তারে লাল এবং হলুদ রঙের প্লাস্টিক বল লাগানো হয় কেন?
অনেক বিদ্যুৎ ট্রান্সমিশন লাইনের তারে লাল কিংবা হলুদ রঙের বল লাগানো হয়, এর কারন কি?

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
...