এটা ঠিক যে ডিসি কারেন্ট এসির তুলনায় অনেক সেফ, আমদের ব্যবহৃত হোম অ্যাপ্লায়েন্স এর ডিসি ভার্সন ও সম্ভব। দেখতে গেলে ভোক্তা পর্যায়ে ডিসি পাওয়ার ব্যবহার না করার সেরকম কোনো কারণ নেই। সমস্যা মূলত ট্রান্সমিশন সিস্টেমে। দূরবর্তী ডিসি ট্রান্সমিশনে অসুবিধার কারনেই সেই সময় এডিসনের ডিসি পাওয়ার সিস্টেমকে উপেক্ষা করে টেললার এসি পাওয়ার সিস্টেম প্রধান্য পায়। দূরবর্তী পাওয়ার ট্রান্সমিশনে পাওয়ার লস কমাতে অনেক হাই ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিট করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের এই প্রশ্নটি দেখুন।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ অনেক হাই ভোল্টেজে ট্রান্সমিট করার কারণ কি?
এসি পাওয়ারের ক্ষেত্রে সহজেই ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজ আপ কিংবা ডাউন করা যায়। কিন্তু ডিসির ক্ষেত্রে যেহেতু ইলেকট্রো ম্যাগনটিক ইনডাকশন ঘটে না তাই সরাসরি ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজ আপ ডাউন করা সম্ভব নয়। ডিসিকে ভোল্টেজ আপ করতে হলে প্রথমে ডিসি পাওয়ার এসিতে কনভার্ট করে তারপর ভোল্টেজ আপ করার পর পুনরায় ডিসিতে কনভার্ট করতে হবে।
লো ভোল্টেজ এবং কারেন্ট এর ক্ষেত্রে সহজেই ডিসি থেকে এসি এবং এসি থেকে ডিসি কনভার্ট করা গেলেও হাই ভোল্টেজ এবং কারেন্টের ক্ষেত্রে কম্পোনেন্ট গূলোর সাইজ অনেক বড় বড় হয়, এমনকি একটি বিল্ডিংয়ের সমান হতে পারে একেকটি কম্পোনেন্ট, যা অনেক কস্টলি। পাওয়ার ট্রান্সমিশন এত কস্টলি হলে বিদ্যুতের ইউনিটের দাম অনেক বেশি হয়ে যাবে। তাই মুলত ডিসি সিস্টেমে ট্রান্সমিশন সমস্যা বিবেচনা করেই বিশ্বব্যাপী এসি পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়।
২৮৮ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য