সিসি ক্যামেরার ভিডিও কোয়ালিটি দেখা যায় অনেক খারাপ মানের। তাহলে কি সিসি ক্যামেরা এর কি ভালো দেওয়া সম্ভব না? সেটাতো সম্ভব কিন্তু আসলে এটা ইচ্ছা করেই করা হয়। এখন প্রশ্ন আসে এমন করা হয় কেন?
দেখুন, সিসি ক্যামেরা ব্যবহার করা হয় নিরাপত্তা দেওয়ার কাজে। তাই এটি দিন রাত ২৪ ঘন্টা চালু রাখতে হয়। আর এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি আসে তা হলো স্টোরেজ। নিরাপত্তার কাজে তো আর শুধু একটা ক্যামেরাই ব্যবহার করা হয় না, বরং একাধিক ক্যামেরা ব্যবহার করা হয়।
তো, একবার ভেবে দেখুন একটি বিল্ডিং এর সবগুলো ক্যামেরা যদি এক ঘন্টাও ফুল এইচডি কোয়ালিটিতে রেকর্ড করে তাহলে সব ফুটেজ মিলে কি পরিমান স্টোরেজ দখল করবে আর চব্বিস ঘণ্টায় বা কি পরিমান জায়গা দখল করবে। আর এদিকে ভবিষ্যতের প্রয়োজনে ফুটেজ গুলো কয়েক মাস এমনকি কয়েক বছরও সংরক্ষণ করা হয়। তাহলে একবার ভেবে দেখুন সব ক্যামেরায় ভালো কোয়ালিটিতে যদি রেকর্ড করা হয় তাহলে সেই ফুটেজ গুলো সংরক্ষণ এর জন্য কি হিউজ পরিমাণ স্টোরেজ লাগবে! এর ফলে বাধ্য হয়ে ইচ্ছা করেই লো কোয়ালটিতে রেকর্ড করা হয়। তবে ভবিষ্যতে যদি স্টোরেজ সমস্যা আর না থাকে তাহলে হয়তো আমরা উন্নত কোয়ালিটির ভিডিও ফুটেজ পাবো। ধন্যবাদ। টিডি বাংলা (TDBangla) এর সাথে থাকুন।
Photo by Henrikas Mackevicius from pexels.com
২৮৭ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য