রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 33 বার দেখা হয়েছে
ইলেকট্রিসিটি জেনারেটরের আউটপুটে বেশি বেশি লোড সংযোগ করা হলে জেনারেটরের ঘূর্ণন গতি একই থাকে কিংবা আগের থেকে কমে যায়, কিন্তু তারপরেও যে মেশিন দিয়ে জেনারেটর ঘুরানো হচ্ছে সেই মেশিনকে জেনারেটর ঘুরাতে বেশি পাওয়ার ব্যবহার করতে হয়। উদাহরণ হিসেবে একটি ডিজেল ইঞ্জিন দিয়ে জেনারেটর ঘুরানো হলে জেনারেটরে লোড বাড়ার সাথে ডিজেল ইঞ্জিনের ডিজেল খরচ বেড়ে যায়। জেনারেটর তো আগের থেকে বেশি স্পিডে ঘুরানো লাগছে না, তাহলে পাওয়ার বেশি লাগছে কেন ঘুরাতে?
+2 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর
জেনারেটরের সাথে কোনো লোড (সেটা বাতি/ফ্যান/মোটর যাই হোক না কেন) সংযোগ করা হলে লোডের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় সেই একই কারেন্ট জেনারেটরের আর্মেচার কয়েলের মধ্য দিয়েও প্রবাহিত হয়। এই কারেন্টের ফলে আর্মেচার কয়েলের চারপাশে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যেটা জেনারেটরের ম্যাগনেটিক ফিল্ডের অপজিটে কাজ করে। আর লোড যত বেশি হবে এই ম্যাগনেটিক ফিল্ডও ততই শক্তিশালী হয়। ফলে জেনারেটরের রোটরকে ঘুরাতে এই ম্যাগনেটিক ফিল্ডের বিপরীতে অতিরিক্ত বল প্রয়োগ করতে হয়। এই কারণেই লোড সংযোগের পর জেনারেটর ঘুরাতে পূর্বের তুলনায় অধিক পাওয়ারের প্রয়োজন হয়।
+3 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...