শুনেছি টেলিগ্রামেও নাকি হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট এর মতো কমপ্রেস ছাড়াই ইমেজ পাঠানো যায়। কিন্তু আমি যতবারই পাঠাচ্ছি ততবারই কমপ্রেস হয়ে যাচ্ছে। কারো জানা থাকলে কোয়ালিটি লস ছাড়াই পাঠানোর টেকনিক বলবেন একটু!
টেলিগ্রামে কমপ্রেস ছাড়া ইমেজ পাঠানো যায় মূলত দুই পদ্ধতিতে।
প্রথম পদ্ধতিতে কমপ্রেস ছাড়া ইমেজ পাঠানোর জন্য মিডিয়া অ্যাটাচমেন্ট মেনু ওপেন করে নিচের অপশনগুলো থেকে প্রথমে "File" অপশন সিলেক্ট করতে হবে তাহলে ফাইল ম্যানেজার ওপেন হবে। ফাইল ম্যানেজার থেকে যে ইমেজ পাঠাতে চান সেটা সিলেক্ট করে পাঠিয়ে দিলেই অরজিনাল কোয়ালিটিতে ইমেজ চলে যাবে।
দ্বিতীয় পদ্ধতিতে মিডিয়া অ্যাটাচমেন্ট মেনু ওপেন করে যেসব ইমেজ পাঠাতে চান তার টপ রাইট কর্নারে থাকা বৃত্তাকার চেকবক্স এ ক্লিক করে ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজ সিলেক্ট করলেই অ্যাটাচমেন্ট মেনুর টপ রাইট কর্নারে একটি থ্রি ডট মেনু চলে আসবে। সেই থ্রি ডট এ ক্লিক করে "send as file" অপশনটিতে ক্লিক করলেই ইমেজ ফুল কোয়ালিটিতে চলে যাবে।