avatar
+২ টি ভোট

টেলিগ্রামে কোয়ালিটি লস/কমপ্রেস ছাড়াই কোনো ইমেজ পাঠাবো কিভাবে?

শুনেছি টেলিগ্রামেও নাকি হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট এর মতো কমপ্রেস ছাড়াই ইমেজ পাঠানো যায়। কিন্তু আমি যতবারই পাঠাচ্ছি ততবারই কমপ্রেস হয়ে যাচ্ছে। কারো জানা থাকলে কোয়ালিটি লস ছাড়াই পাঠানোর টেকনিক বলবেন একটু!

1 টি উত্তর

avatar
+২ টি ভোট

টেলিগ্রামে কমপ্রেস ছাড়া ইমেজ পাঠানো যায় মূলত দুই পদ্ধতিতে।


প্রথম পদ্ধতি

প্রথম পদ্ধতিতে কমপ্রেস ছাড়া ইমেজ পাঠানোর জন্য মিডিয়া অ্যাটাচমেন্ট মেনু ওপেন করে নিচের অপশনগুলো থেকে প্রথমে "File" অপশন সিলেক্ট করতে হবে তাহলে ফাইল ম্যানেজার ওপেন হবে। ফাইল ম্যানেজার থেকে যে ইমেজ পাঠাতে চান সেটা সিলেক্ট করে পাঠিয়ে দিলেই অরজিনাল কোয়ালিটিতে ইমেজ চলে যাবে।

image


দ্বিতীয় পদ্ধতি

দ্বিতীয় পদ্ধতিতে মিডিয়া অ্যাটাচমেন্ট মেনু ওপেন করে যেসব ইমেজ পাঠাতে চান তার টপ রাইট কর্নারে থাকা বৃত্তাকার চেকবক্স এ ক্লিক করে ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজ সিলেক্ট করলেই অ্যাটাচমেন্ট মেনুর টপ রাইট কর্নারে একটি থ্রি ডট মেনু চলে আসবে। সেই থ্রি ডট এ ক্লিক করে "send as file" অপশনটিতে ক্লিক করলেই ইমেজ ফুল কোয়ালিটিতে চলে যাবে।

image

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
গাড়ির এয়ারব্যাগ কিভাবে কাজ করে?
গাড়ির কোনধরনের সংঘর্ষ ঘটলে সেফটি এয়ারব্যাগ ওপেন হয়ে যায়। এই এয়ারব্যাগ কিভাবে কাজ করে? ইনস্ট্যান্টলি এত বাতাস কোথা থেকে আসে?
avatar
+৪ টি ভোট
স্মার্টফোন দিয়ে DSLR মোডে ফটো তুলবো কিভাবে?
আজকাল DSLR ক্যামেরা ছাড়াই হাতে থাকা স্মার্টফোন দিয়েই DSLR এর মত (ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে) ফটো তোলা যায়। তো, স্মার্টফোন দিয়ে এইরকম ফটো তুলবো কিভাবে?
avatar
+৩ টি ভোট
মোবাইলে ভেক্টর আর্ট তৈরির জন্য কোনো অ্যাপ আছে? থাকলে বেস্ট কোনটি?
মোবাইলে অ্যাডোব ইলাস্ট্রেটর এর মতো ভেক্টর আর্ট তৈরি করার জন্য কোনো অ্যাপ আছে কি? থাকলে এদের মধ্যে বেস্ট অ্যাপটির নাম বলুন।
avatar
+২ টি ভোট
অ্যান্ড্রয়েড ফোনে ওয়েবপেজ ইন্সপেকট করবো কিভাবে?
অ্যান্ড্রয়েড ফোনের জন্য এমন কোনো ওয়েব ব্রাউজার আছে কি যেটা দিয়ে ওয়েবপেজের এলিমেন্ট ইন্সপেকট করা যাবে।
avatar
+৩ টি ভোট
এডি কারেন্ট লস কি?
এডি কারেন্ট লস কি? এবং এডি কারেন্ট লস কিভাবে ঘটে?

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৬ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

    Nobody yet this month.

    সাম্প্রতিক ব্যাজ সমুহ

    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    abunaser ১৭ ৫৬ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    ...