আজকাল DSLR ক্যামেরা ছাড়াই হাতে থাকা স্মার্টফোন দিয়েই DSLR এর মত (ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে) ফটো তোলা যায়। তো, স্মার্টফোন দিয়ে এইরকম ফটো তুলবো কিভাবে?
এখনকার বেশিরভাগ ফোনের ক্যামেরা অ্যাপে পোট্রেট মোড এর অপশন থাকে, পোট্রেট মোড এ সুইচ করে ফটো ক্লিক করলেই DSLR এর মত ব্যকগ্রাউন্ড ঝাপসা হবে। DSLR এ ফরগ্রাউন্ড এবং ব্যকগ্রাউন্ড সেপারেশন এর কাজ হার্ডওয়্যার কতৃক হলেও বেশিরভাগ স্মার্টফোনে এটা সফটওয়্যার এর মাধ্যমে হয়ে থাকে তাই কিছু ফ্লাগশিপ ফোন ছাড়া বেশিরভাগ ফোনেই এজ ডিটেকশন ভালো না হওয়ার কারণে মেইন অবজেক্ট এর ধারগুলো সহ ঝাপসা হয়ে যায়।
২৮৭ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য