ইলেকট্রিক ট্রান্সমিশন কিংবা ডিস্ট্রিবিউশন ভোল্টেজ গুলো সাধারণত দেখা যায় 11 দ্বারা বিভাজ্য হয়, যেমন 220 ভোল্ট, 440 ভোল্ট, 11 কেভি, 33 কেভি, 66 কেভি, 132 কেভি ইত্যাদি। এই সংখ্যার পিছনে কোনো বিশেষ কারণ আছে কি?
অনেকে মনে করেন ইলেকট্রিক ফরম ফ্যাক্টর এর জন্য এমন ভোল্টেজ রাখা হয়। কিন্তু এই ভোল্টেজ লেভেল রাখার পিছনে ফরম ফ্যাক্টর এর কোনো হাত নেই।
দেখতে গেলে এমন ভোল্টেজ রাখার পিছনে তেমন বিশেষ কোনো কারণ নেই। তাছাড়া সব ভোল্টেজ যে 11 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় সেটাও ভুল। যেমন 220 ভোল্ট হয়না 230 ভোল্ট হয়, 440 ভোল্ট নয় বরং 400 ভোল্ট। আমরা জানি যে ইলেকট্রিসিটি বেশি দুরত্ব ট্রাভেল করার সাথে সাথে ভোল্টেজ কিছুটা ড্রপ হয়। তাই অপর প্রান্তে প্রত্যাশিত ভোল্টেজ পাবার জন্য যে প্রান্ত থেকে প্রেরণ করা হয় সেই প্রান্ত থেকে 10% এর মত অতিরিক্ত ভোল্টেজে প্রেরণ করা হয়। যেমন 60kv পাবার জন্য 66kv পাঠানো হয় যাতে ভোল্টেজ ড্রপ এর পরেও 60kv পাওয়া যায়।