avatar
+৩ টি ভোট

ইলেকট্রিসিটি ভোল্টেজ গুলো সাধারণত ১১ দ্বারা বিভাজ্য হয় কেন?

ইলেকট্রিক ট্রান্সমিশন কিংবা ডিস্ট্রিবিউশন ভোল্টেজ গুলো সাধারণত দেখা যায় 11 দ্বারা বিভাজ্য হয়, যেমন 220 ভোল্ট, 440 ভোল্ট, 11 কেভি, 33 কেভি, 66 কেভি, 132 কেভি ইত্যাদি। এই সংখ্যার পিছনে কোনো বিশেষ কারণ আছে কি?

1 টি উত্তর

avatar
+২ টি ভোট
অনেকে মনে করেন ইলেকট্রিক ফরম ফ্যাক্টর এর জন্য এমন ভোল্টেজ রাখা হয়। কিন্তু এই ভোল্টেজ লেভেল রাখার পিছনে ফরম ফ্যাক্টর এর কোনো হাত নেই।

দেখতে গেলে এমন ভোল্টেজ রাখার পিছনে তেমন বিশেষ কোনো কারণ নেই। তাছাড়া সব ভোল্টেজ যে 11 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় সেটাও ভুল। যেমন 220 ভোল্ট হয়না 230 ভোল্ট হয়, 440 ভোল্ট নয় বরং 400 ভোল্ট। আমরা জানি যে ইলেকট্রিসিটি বেশি দুরত্ব ট্রাভেল করার সাথে সাথে ভোল্টেজ কিছুটা ড্রপ হয়। তাই অপর প্রান্তে প্রত্যাশিত ভোল্টেজ পাবার জন্য যে প্রান্ত থেকে প্রেরণ করা হয় সেই প্রান্ত থেকে 10% এর মত অতিরিক্ত ভোল্টেজে প্রেরণ করা হয়। যেমন 60kv পাবার জন্য 66kv পাঠানো হয় যাতে ভোল্টেজ ড্রপ এর পরেও 60kv পাওয়া যায়।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে পার্থক্য কি?
ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইন বিষয়ক আলোচনায় লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ এর উল্লেখ দেখা যায়, এই দুটো কি একই নাকি ভিন্ন। ভিন্ন হলে এদের মধ্যে ভিন্নতা জানতে চাই।
avatar
+৩ টি ভোট
ইলেকট্রিক ট্রেন এর ওভারহেড লাইনগুলো কত ভোল্টেজ এ পাওয়ার ট্রান্সমিট করে?
ইলেকট্রিক ট্রেন এর ওভারহেড লাইনগুলো ট্রেন চালানোর জন্য সাধারণত কত ভোল্টেজ এর পাওয়ার ট্রান্সমিট করে? কত ফেজ থাকে?
avatar
+৪ টি ভোট
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ অনেক হাই ভোল্টেজে ট্রান্সমিট করার কারণ কি?
সাধারণত 11KV তে বিদ্যুৎ উৎপাদনের পর ট্রান্সমিশনের সময় ভোল্টেজ অনেক হাই করে ট্রান্সমিট করা হয়। এই উচ্চ ভোল্টেজে ট্রান্সমিট করার পিছনে মূল কারণ কি?
avatar
+২ টি ভোট
ইলেকট্রিসিটি জেনারেটরে লোড বাড়ালে জেনারেটর ঘুরাতে বেশি পাওয়ার লাগে কেন?
ইলেকট্রিসিটি জেনারেটরের আউটপুটে বেশি বেশি লোড সংযোগ করা হলে জেনারেটরের ঘূর্ণন গতি একই থাকে কিংবা আগের থেকে কমে যায়, কিন্তু তারপরেও যে মেশিন দিয়ে জেনারেটর ঘুরানো হচ্ছে সেই মেশিনকে জেনারেটর ঘুরাতে বেশি পাওয়ার ব্যবহার করতে হয়। উদাহরণ হিসেবে একটি ডিজেল ইঞ্জিন দিয়ে জেনারেটর ঘুরানো হলে জেনারেটরে লোড বাড়ার সাথে ডিজেল ইঞ্জিনের ডিজেল খরচ বেড়ে যায়। জেনারেটর তো আগের থেকে বেশি স্পিডে ঘুরানো লাগছে না, তাহলে পাওয়ার বেশি লাগছে কেন ঘুরাতে?
avatar
+২ টি ভোট
অনেক জায়গায় উচু বিদ্যুৎ লাইনের তারে লাল এবং হলুদ রঙের প্লাস্টিক বল লাগানো হয় কেন?
অনেক বিদ্যুৎ ট্রান্সমিশন লাইনের তারে লাল কিংবা হলুদ রঙের বল লাগানো হয়, এর কারন কি?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...