এটা সত্য যে বাংলাদেশের কিছু কিছু জায়গায় ৩ লাইনের রেল পথ দেখতে পাওয়া যায়। এমন কেন সেটা জানা যাক; পুরনো দিনের রেল গুলো বর্তানের রেল এর থেকে প্রস্থে ছোট ছিল। এর ফলে এর লাইন গুলোও প্রস্থে ছোট ছিল।
এর পরে আসে বর্তমানের ট্রেন গুলো। যেগুলো প্রস্থে হালকা একটু বড়। এখন এমন ট্রেন তো আর সেই আগের ছোট লাইন চলবে না, চলবে কি? তাই রেল লাইন কে বড় করাই লাগতেছে। কিন্তু এখানে একটি সমস্যা হলো, রেল এর লাইন গুলো যদি বড় করা হয় তবে আগের ট্রেন গুলো একেবারে অচল হয়ে যাবে।
এই জায়গায় বাংলাদেশ দারুন এই বুদ্ধি টি খাটায়। আগের পুরোনো ট্রেন গুলোও যেনো একেবারে অচল হয়ে না যায়, আবার নতুন রেল গুলোও যেন চলতে পরে এই কারনে তিনটি লাইন এমন ভাবে বসানো হলো যে একই রেল পথে বড় রেল এবং ছোট রেল উভয়ই চলতে পারবে।