রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 30 বার দেখা হয়েছে

image রেল এর লাইন দুইটা কিন্তু বাংলাদেশের কিছু কিছু রেল পথে তিনটা করেও লাইন দেখতে পাওয়া যায়। এমন টা হওয়ার কারন কি? 

সম্পাদনা করেছেন
+3 টি ভোট

1 টি উত্তর

(403 পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

এটা সত্য যে বাংলাদেশের কিছু কিছু জায়গায় ৩ লাইনের রেল পথ দেখতে পাওয়া যায়। এমন কেন সেটা জানা যাক; পুরনো দিনের রেল গুলো বর্তানের রেল এর থেকে প্রস্থে ছোট ছিল। এর ফলে এর লাইন গুলোও প্রস্থে ছোট ছিল। 


এর পরে আসে বর্তমানের ট্রেন গুলো। যেগুলো প্রস্থে হালকা একটু বড়। এখন এমন ট্রেন তো আর সেই আগের ছোট লাইন চলবে না, চলবে কি? তাই রেল লাইন কে বড় করাই লাগতেছে। কিন্তু এখানে একটি সমস্যা হলো, রেল এর লাইন গুলো যদি বড় করা হয় তবে আগের ট্রেন গুলো একেবারে অচল হয়ে যাবে।

এই জায়গায় বাংলাদেশ দারুন এই বুদ্ধি টি খাটায়। আগের পুরোনো ট্রেন গুলোও যেনো একেবারে অচল হয়ে না যায়, আবার নতুন রেল গুলোও যেন চলতে পরে এই কারনে তিনটি লাইন এমন ভাবে বসানো হলো যে একই রেল পথে বড় রেল এবং ছোট রেল উভয়ই চলতে পারবে।
নির্বাচিত করেছেন
+3 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...