উপরে দুইটি ফটো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গুগল ম্যাপ থেকে নেওয়া দুটি ভিন্ন দেশের ফটো। এখন প্রশ্ন হচ্ছে যে দুইটি দেশের গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউ কেন এত ভিন্ন।
দেখুন এখানে অনেক কারণ থাকতে পারে কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে যে google গুরুত্বপূর্ণ জায়গাগুলো স্যাটেলাইট থেকে নয় বরং হেলিকপ্টার কিংবা ড্রন থেকে ক্যাপচার করে। আর স্বভাবতই পুরো পৃথিবী ড্রোন কিংবা হেলিকপ্টার দিয়ে ক্যাপচার করা সম্ভব না তাই বাকি জায়গাগুলোতে স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে।
তাছাড়া এখানে আরও একটি কারণ হচ্ছে যে, বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম কানুন থাকে। অনেক দেশ সিকিউরিটি ইস্যুর কারণে গুগল ম্যাপে একটা লিমিট বেঁধে দেয় এতে করে আর স্পষ্ট ইমেজ দেখা যায় না।
এগুলোই আমার জানা কারণগুলো, যেগুলোর জন্য গুগল ম্যাপে স্যাটেলাইট ভিউতে বিভিন্ন দেশের বিভিন্ন রকম কোয়ালিটির ইমেজ পাওয়া যায়। এছাড়াও আরো অন্যান্য কারণ যদি আপনার জানা থাকে তবে আপনি চাইলে নতুন একটি উত্তর লিখতে পারেন অথবা এখানে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।
২৮৭ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য