রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 1.2k বার দেখা হয়েছে
ফারেনহাইট, সেলসিয়াস ও কেলভিন এগুলোর মধ্যে পার্থক্য কি? এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
বিভাগ পুনঃনির্ধারণ করেছেন
+4 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

ফারেনহাইট, সেলসিয়াস ও কেলভিন হলো তিনটি ভিন্ন তাপমাত্রা স্কেল। আমি এখানে ফারেনহাইট, সেলসিয়াস ও কেলভিন তিনটি স্কেলের বিস্তারিত লিখলাম। এদের সম্পর্কে জানলে পার্থক্যও বুঝে যাবেন।


ফারেনহাইট স্কেল

18 শতকের প্রথম দিকে পদার্থবিদ এবং যন্ত্র নির্মাতা ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট এই স্কেল উদ্ভাবন করেন। তার নাম অনুসারেই এই স্কেলের নাম ফারেনহাইট স্কেল রাখা হয়। ফারেনহাইট স্কেলে পানির হিমাঙ্ক 32° ফারেনহাইট এবং স্ফুটনাঙ্ক 212° ফারেনহাইট। অর্থাৎ এই স্কেলে পানির হিমাঙ্ক এবং ফুটন্ত পয়েন্টের পার্থক্য 180 ডিগ্রি।


সেলসিয়াস স্কেল

এই স্কেল অনেকের কাছে সেন্টিগ্রেড স্কেল নামেও পরিচিত। বর্তমানে বেশিরভাগ দেশে স্ট্যান্ডার্ড টেম্পারেচার স্কেল হিসেবে সেলসিয়াস স্কেল ব্যবহার করা হয়। এই স্কেল 18 শতকের মাঝের দিকে সুইডিশ জ্যোতির্বিদ অ্যান্ডার্স সেলসিয়াস কতৃক উদ্ভাবিত হয়। সেলসিয়াস স্কেলে পানির হিমাঙ্ক 32° সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 212° সেলসিয়াস। অর্থাৎ এই স্কেলে পানির হিমাঙ্ক এবং ফুটন্ত পয়েন্টের পার্থক্য 100 ডিগ্রি।


কেলভিন স্কেল

কেলভিন স্কেলের সর্বনিন্ম অ্যাবসলিউট জিরো থেকে শুরু হয়। কেলভিন স্কেলটি স্কটিশ পদার্থবিদ এবং প্রকৌশলী উইলিয়াম থমসন, ১ম ব্যারন কেলভিন কতৃক উদ্ভাবিত হয়। ব্যারন কেলভিন ই প্রথম অ্যাবসলিউট জিরো তাপমাত্রার ধারণা নিয়ে আসেন। কেলভিন স্কেলে হিমাঙ্ক 273.15° কেলভিন এবং স্ফুটনাঙ্ক 373.15° কেলভিন। অর্থাৎ এই স্কেলে পানির হিমাঙ্ক এবং ফুটন্ত পয়েন্টের পার্থক্য 100 ডিগ্রি। বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত গবেষণার কাজে কেলভিন স্কেলকে বিশেষভাবে উওযোগী মনে করা হয়।

+3 টি ভোট

এরকম আরও প্রশ্ন

225 টি প্রশ্ন

217 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...