ফারেনহাইট এবং সেলসিয়াস দুইটাই হল তাপমাত্রা পরিমাপের একক। ফারেনহাইট হলো ব্রিটিশ ইম্পেরিয়াল সিস্টেমের তাপমাত্রা পরিমাপের একক অপরদিকে সেলসিয়াস হল ফ্রেঞ্চ দের তৈরি ম্যাট্রিক্স তাপমাত্রা পরিমাপের একক। এই দুইটা একক'ই আমাদের প্রাত্যহিক জীবনের অনেক প্রয়োজনে ব্যবহার করা হয়।
ফারেনহাইট: ব্রিটিশদের তৈরি ইম্পেরিয়াল এককের তাপমাত্রা পরিমাপের একক হল ফারেনহাইট। ফারেনহাইটের হিমাঙ্ক হচ্ছে ৩২ ডিগ্রি এবং স্ফুটনাঙ্ক হচ্ছে ২১২ ডিগ্রী। ফারেনহাইট একক এর সুবিধা হল ফারেনহাইটে সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় অপরদিকে সেলসিয়াসে সেটা যায় না। এজন্য দেখা যায় যে জ্বর মাপার ক্ষেত্রে সর্বদাই ফারেনহাইট কেই প্রাধান্য দেওয়া হয়। এমনকি যেসব ক্ষেত্রে সামান্য একটু তারতম্যের জন্যে অনেক ক্ষতি হতে পারে সেসব ক্ষেত্রে অধিকাংশ সময়ই ফারেনহাইট ব্যবহার করা হয়।
তবে আবহাওয়ার জন্য ফারেনহাইট মোটেও আদর্শ একক নয়। কারণ ফারেনহাইট ব্যাপারটি আবহাওয়ার ক্ষেত্রে অনেক কনফিউজিং। এখন কেন এরকমটা বলতেছি সেটা জানার জন্য নিচে সেলসিয়াস সম্পর্কে পড়ুন।
সেলসিয়াস: ফ্রেঞ্চ দের তৈরি মেট্রিক সিস্টেমের তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে সেলসিয়াস। বর্তমান বিশ্বে রাজত্ব করতেছে মেট্রিক সিস্টেম, তাপমাত্রা মাপার এককের ক্ষেত্রেও সেটা ভিন্ন কিছু নয়। ইম্পেরিয়াল একক ফারেনহাইটের তুলনায় অনেক সহজ একক হচ্ছে সেলসিয়াস। তাপমাত্রাকে সহজে বোঝার জন্য সেলসিয়াস হচ্ছে একদম অনবদ্য। যেমন এই এককে শূন্য ডিগ্রি হচ্ছে হিমাঙ্ক এবং একশত ডিগ্রি হচ্ছে স্ফুটনাঙ্ক।
আবহাওয়া বোঝার জন্য সেলসিয়াস কে আদর্শ একটি একক বলা যায়। এটি কেন আদর্শ চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যাক। সেলসিয়াস দেখে খুব সহজেই নির্ধারণ করা যায় কেমন ঠান্ডা, কেমন গরম আবহাওয়া এখন। যেমন,
-
শূন্য থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস মানে বোঝায় অত্যাধিক ঠান্ডা, মানে আপনি হয়তো এখন কোনো হিমালয়ে আছেন।
-
১০ থেকে ১৯ পর্যন্ত বোঝায় ঠান্ডা, বাংলাদেশ এর শীতকালে সাধারনত এমন তাপমাত্রা থাকে। তাই আপনি এমন তাপমাত্রায় সাধারনত হালকা পোশাকে থাকতে পারবেন না।
-
২০ থেকে ২৬ পর্যন্ত বোঝায় খুব বেশি ঠাণ্ডাও না আবার খুব বেশি গরম ও না।
-
২৭ থেকে ৩০ পর্যন্ত এই তাপমাত্রা একেবারে পারফেক্ট একটি আবহাওয়া পাওয়া যাবে।
-
৩১ থেকে ৪০ এর মানে এটা গরম কাল।
-
৪১ থেকে ৫০, অত্যাধিক গরম। যেমন আপনি কোনো মরুভূমির মাঝে অবস্থান করতেছেন।