ইউটিউব ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক হচ্ছে একটি প্রিমিয়াম ফিচার। ইউটিউব অ্যাপে এটা ব্যাবহার করার জন্যে আপনাকে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। তবে কিছু উপায় আছে যেগুলো ব্যাবহার করে সহজেই এই ফিচার টি অ্যাচিভ করা সম্ভব। এখানে সেগুলোর একটা দেখানো হলো।
আমি এখানে যে মেথড টি দেখবো সেটা হচ্ছে ফায়ারফক্স ব্রাউজার ব্যাবহার করার মাধ্যমে। তাই বুঝতেই পারছেন আপনার ফায়ারফক্স ব্রাউজার লাগবে। তো ফায়ারফক্স ব্রাউজার টি আগে প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন।
উপরের এইটুকু করতে পারলেই কাজ শেষ। এবার সেই ফায়ারফক্স ব্রাউজার থেকে ইউটিউব এর ওয়েবসাইটে প্রবেশ করুন। এবং একটি ভিডিও প্লে করুন। যেমন আমি এখানে জাকির নায়েক এর একটি লেকচার চালু করে দিলাম। এবার হোম বাটন চেপে কেটে দিলেও দেখবেন ভিডিও চলমান।
আবার চাইলে পিকচার ইন পিকচার মোডেও দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি আগে ফুল স্ক্রীনে দিয়ে তারপরে হোম বাটন মাধ্যমে কেটে দিতে হবে। তাহলেই পিকচার ইন পিকচার মোডে পেয়ে যাবেন।
এভাবে ফায়ারফক্স ব্রাউজার ব্যাবহার করে সহজেই ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক এর মজা নিতে পারবেন। ভালো লাগলে একটি আপভোড দিন। আপনার মতামত কমেন্ট করুন।