রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 55 বার দেখা হয়েছে

image

ইন্টারনেট জুড়ে বিভিন্ন ওয়েবসাইটে হিউম্যান ভেরিফিকেশনে যে ক্যাপচা / রিক্যাপচা সলভ করি এগুলোর বেশিরভাগই কোনো যানবাহন, ক্রস ওয়াক, ব্রিজ/ ট্রাফিক লাইট এগুলো সিলেক্ট করতে বলে। আর এই সবই রোড রিলেটেড। সব ক্যাপচা রোড রিলেটেড হওয়ার পিছনে বিশেষ কোনো কারণ আছে কি?

+4 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর
2012 সালের আগে গুগল টেক্সট বেজড ক্যাপচা ব্যবহার করতো। যেখানে ইমেজের মধ্যে কিছু বিকৃত লেখা থাকতো সেগুলো সঠিকভাবে লিখে সাবমিট করতে হতো। সেসময় গুগল সাবমিট করা এসব ডাটা তাদের ওসিআর (অপটিক্যাল টেক্সট রিকগনিশন) টেকনোলজি ইমপ্রুভ করার কাজে ব্যবহার করতো। যেটা এখন গুগল লেন্স কিংবা গুগল ট্রান্সলেট এর মধ্যে দেখা যায়।

2012 সালে গুগল এখনকার এই মডার্ন রিক্যাপচা নিয়ে আসে। রিক্যাপচায় যেসব ইমেজ ব্যবহার করা হয় সেগুলো গুগল ম্যাপ এর স্ট্রিট ভিউ থেকে নেওয়া হয়। অনেকেই ধারণা করেন এসব ডাটা গুগল এর প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট এর সাবসিডিয়ারি অটোনোমাস ড্রাইভিং টেকনোলজি কোম্পানি ওয়েমো(Waymo) এর সেলফ ড্রাইভিং এআই ট্রেইন এর কাজে ব্যবহার করা হয়। তবে এ বিষয়ে কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। যেহেতু পূর্বে গুগল টেক্সট ক্যাপচা এর ডাটা ওসিআর টেকনোলজি ইমপ্রুভ এর কাজে ব্যবহার করেছিল তাই অফিসিয়াল কনফার্মেশন না থাকলেও এটা প্রায় নিশ্চিত এই ডাটা কোনো না কোনো কাজে ব্যবহার করা হচ্ছে।
+3 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...