avatar
+৪ টি ভোট

ডিজেল ইঞ্জিন শতকরা কতভাগ তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করতে পারে?

আমরা জানি যে ডিজেল ইঞ্জিন ডিজেল পোড়ানোর ফলে উৎপন্ন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করে। তো আমার প্রশ্ন হচ্ছে ডিজেল ইঞ্জিন শতকরা কতভাগ তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করতে সক্ষম?

1 টি উত্তর

avatar
+২ টি ভোট
ডিজেল ইঞ্জিন শতকরা কতভাগ তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করতে সক্ষম সেটাকে তার দক্ষতা বা কার্যকারিতা বলা হয়। ডিজেল ইঞ্জিনের দক্ষতা সাধারণত 35% থেকে 45% পর্যন্ত হয়, অর্থাৎ ডিজেল ইঞ্জিন সাধারণত শতকরা 35 থেকে 45 ভাগ তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করতে সক্ষম। কিছু উচ্চ-দক্ষতা সম্পন্ন ইঞ্জিনের 50% পর্যন্ত পৌঁছায়। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইঞ্জিনের কার্যকারিতা লোড, গতি, তাপমাত্রা এবং রক্ষণাবেক্ষণ সহ অনেককিছুর দ্বারা প্রভাবিত হতে পারে। এমনকি একটি ডিজেল ইঞ্জিনের সঠিক দক্ষতা ইঞ্জিনকে কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করেও পরিবর্তিত হতে পারে।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
সোলার প্যানেল শতকরা কতভাগ সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারে?
আমরা বাসাবাড়িতে যেসব সোলার প্যানেল ব্যবহার করি সেগুলো তার উপর আপতিত শতকরা কতভাগ আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারে।
avatar
+৩ টি ভোট
অপটিক্যাল ফাইবার কি? একটি অপটিক্যাল ফাইবার সর্বোচ্চ কত স্পিডে ডাটা ট্রান্সমিট করতে পারে?
আমরা ইন্টারনেট কানেকশন এর জন্য যে অপটিক্যাল ফাইবার ক্যাবল ইউজ করি সেই ক্যাবল এর একটি ফাইবার প্রতি সেকেন্ডে সর্বোচ্চ কি পরিমাণ ডাটা ট্রান্সমিট করতে পারে?
avatar
+৩ টি ভোট
একটি 32 বিট প্রসেসর সর্বোচ্চ কত জিবি র্যাম হ্যান্ডেল করতে পারে?
যে ডিভাইজে 32 বিট (bit) প্রসেসর আছে সেই ডিভাউজে সর্বোচ্চ কত জিবি র‍্যাম লাগানো কার্যকর হবে!
avatar
+৩ টি ভোট
প্লে স্টোর থেকে কোন অ্যাপ ডাউনলোড করতে পারি না যায়গা না থাকার কারনে, কোন উপায় আছে?
পুরাতন ফোনে জায়গা না থাকার কারনে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারি না। এখন কি উপায়ে ডাউনলোড করতে পারবো?

টি উত্তর
avatar
+৪ টি ভোট
ক্যাপাসিটর ব্যাংক কিভাবে পাওয়ার ফ্যাক্টর উন্নত করতে সাহায্য করে?
উক্ত প্রশ্নের উত্তরে পাওয়ার ফ্যাক্টর উন্নত করার বিভিন্ন পদ্ধতিতে মধ্যে ক্যাপাসিটর ব্যাংক এর ও উল্লেখ রয়েছে। আমার প্রশ্ন হলো এটি কিভাবে কাজ করে?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...