রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 38 বার দেখা হয়েছে
ব্লোটওয়্যার কি? এটাকি কোনো ভাইরাস কিংবা ম্যালওয়্যার এর মত? ব্লোটওয়্যার কি স্মার্টফোনের ক্ষতি করে? 
+4 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

সাধারণত স্মার্টফোনে আগে থেকে ইনস্টল থাকা অপ্রজনিয় অবাঞ্চিত সফটওয়্যার বা অ্যাপ গুলোকে ব্লোটওয়্যার বলা হয়। কখনো কখনো সটওয়্যার এর ট্রায়াল ভার্সন ব্লোটওয়্যার হিসেবে আসে। কিছু কিছু ব্লোটওয়্যার কাজে লাগলেও কিছু কিছু কোনো কাজেই লাগে না। এদের মধ্যে কিছু অ্যাপ আনইনস্টল করা যায় আবার কিছু অ্যাপ আনইনস্টল ডিসেবল কোনোটাই করা যায়না যা ইউজারের জন্য হতাশাজনক।


যেহেতু ব্লোটওয়্যার এক বা একাধিক অ্যাপ তাই এটা নিশ্চিত যে এটা ফোনের স্টোরেজ এ কিছু জায়গা দখল করবে, এতে এটা ফোনকে কিছুটা স্লো করে দিতে পারে, কেননা এসব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলার জন্য ফোনের রিসোর্স ব্যবহার করে।


অনেক সময় ব্লোটওয়্যার এর ফলে ফোনে নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়। ফোন এবং ফোনের অন্যান্য অ্যাপ আপ টু ডেট থাকলেও অনেক ব্লোটওয়্যার অ্যাপ এ সিকিউরিটি আপডেট নাও আসতে পারে, এতে ওই অ্যাপ এর দুর্বলতা ব্যবহার করে স্মার্টফোনে অ্যাটাক হতে পারে।


সুতরাং, সংক্ষেপে বলতে গেলে ব্লোটওয়্যার স্মার্টফোনের জন্য ক্ষতিকর হতে পারে নিন্মোক্ত কারণে

  • ফোনের মূল্যবান স্টোরেজ দখল করতে পারে
  • ডিভাইসকে স্লো করে দিতে পারে
  • কিছু কিছু ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে
নির্বাচিত করেছেন
+3 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...