avatar
+৪ টি ভোট

অ্যাম্বুলেন্স এর সামনে “Ambulance” লেখাটা উল্টো থাকে কেন?

অ্যাম্বুলেন্স এর সামনে “Ambulance” লেখাটা উল্টো থাকে কেন?

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

কিছু কিছু অ্যাম্বুলেন্সের সামনে এম্বুলেন্স লেখাটা উল্টো করে লেখা থাকে। এম্বুলেন্স লেখাটা উল্টো করে লেখার কারণ হলো রাস্তায় এম্বুলেন্স চলার সময় সামনে থাকা গাড়ি গুলো যেন সহজেই গাড়ির আয়না থেকে বুঝতে পারে যে এটা এম্বুলেন্স। 
image
আমরা জানি যে আয়নায় লেখা সব কিছু উল্টো করে দেখা যায়। এই কারনে কিছু কিছু অ্যাম্বুলেন্স এর সামনে আগে থেকে উল্টো করে লেখা থাকে। কিন্তু সামনের কোনো গাড়ির ড্রাইভার যখন সেই গাড়ির আয়না থেকে সেই উল্টো লেখা টা দেখবে সেটা কিন্তু আয়নাতে সোজা ভাবে আসবে। 

এতে করে সামনের গাড়িতে থাকা গাড়ির ড্রাইভার সহজেই বুঝতে পারবে যে এটা এম্বুলেন্স এবং রাস্তা ফাঁকা করে সেই অ্যাম্বুলেন্স কে সামনে যেতে সহায়তা করবে।

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
জ্বর আসলে শরীর গরম থাকে কিন্তু তারপরেও ঠান্ডা লাগে কেন?
যতবারই জ্বর আসে শরীর গরম থাকে কিন্তু তারপরেও ঠান্ডা লাগে কেন? বিজ্ঞান কি বলে এ বিষয়ে?
avatar
+৪ টি ভোট
সকল ইংরেজি কিবোর্ড লেআউট এ অক্ষর গুলো উল্টোপাল্টা থাকে কেন?
যতগুলো ইংরেজি কিবোর্ড আছে সেটা স্মার্টফোন হোক কিংবা কম্পিউটার সবগুলোতেই অক্ষর গুলো অ্যালফাবেটিক অর্ডারে না থেকে একেক অক্ষর একেক জায়গায় থাকে কেন?
avatar
+২ টি ভোট
মোবাইল ফোনের ব্যাটারিতে একটি অতিরিক্ত তৃতীয় কন্টাক্ট পয়েন্ট থাকে কেন?
image

যেমনটা আমরা জানি, যে কোনো ডিসি ব্যাটারি বা সেল এ দুটি টার্মিনাল থাকে। কিন্তু মোবাইল ফোনের ব্যাটারির ক্ষেত্রে দেখা যায় যে দুটির পরিবর্তে তিনটি আবার কখনো চারটি টার্মিনাল থাকে। এই অতিরিক্ত টার্মিনাল এর কাজ কি?

avatar
+৩ টি ভোট
এখন স্মার্টফোন গুলোতে একাধিক ক্যামেরা থাকে কেন?
আগের দিনে স্মার্ট ফোনগুলোতে সাধারণত একটি ক্যামেরা দেখা যত কিন্তু বর্তমানে ফোন গুলোতে দেখা যায় একটির বেশি দুইটি তিনটি এবং চারটি ক্যামেরা পর্যন্ত থাকে। আচ্ছা এই একাধিক ক্যামেরা দেওয়ার কারণটা কি?
avatar
+৩ টি ভোট
ফোনে IMEI থাকে কেন?
ফোন কিনতে গেলে প্রতিটা ফোন বক্সএ IMEI থাকে কেন। ফোনে IMEI দেওয়া হয় কেন।

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...