রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 53 বার দেখা হয়েছে
অ্যাম্বুলেন্স এর সামনে “Ambulance” লেখাটা উল্টো থাকে কেন?
+4 টি ভোট

1 টি উত্তর

(403 পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

কিছু কিছু অ্যাম্বুলেন্সের সামনে এম্বুলেন্স লেখাটা উল্টো করে লেখা থাকে। এম্বুলেন্স লেখাটা উল্টো করে লেখার কারণ হলো রাস্তায় এম্বুলেন্স চলার সময় সামনে থাকা গাড়ি গুলো যেন সহজেই গাড়ির আয়না থেকে বুঝতে পারে যে এটা এম্বুলেন্স। 
image
আমরা জানি যে আয়নায় লেখা সব কিছু উল্টো করে দেখা যায়। এই কারনে কিছু কিছু অ্যাম্বুলেন্স এর সামনে আগে থেকে উল্টো করে লেখা থাকে। কিন্তু সামনের কোনো গাড়ির ড্রাইভার যখন সেই গাড়ির আয়না থেকে সেই উল্টো লেখা টা দেখবে সেটা কিন্তু আয়নাতে সোজা ভাবে আসবে। 

এতে করে সামনের গাড়িতে থাকা গাড়ির ড্রাইভার সহজেই বুঝতে পারবে যে এটা এম্বুলেন্স এবং রাস্তা ফাঁকা করে সেই অ্যাম্বুলেন্স কে সামনে যেতে সহায়তা করবে।

নির্বাচিত করেছেন
+2 টি ভোট

এরকম আরও প্রশ্ন

easoyeb (1.2k পয়েন্ট) 12 ডিসেম্বর, 2022 প্রশ্ন করেছেন
ফোনে IMEI থাকে কেন?
+3 টি ভোট
1 টি উত্তর

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...