সেলসিয়াস থেকে ফারেনহাইট মান কিভাবে পাব? কি সূত্র এর মাধ্যমে সেলসিয়াস থেকে ফারেনহাইট মান বের করতে পারবো?
সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রায় রুপান্তর করার দুটো পদ্ধতি দেখানো হলো:
আপনার কাছে একটি CASIO বৈজ্ঞানিক ক্যালকুলেটর থাকলে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। ক্যালকুলেটর ব্যবহার করে সেলসিয়াস কে ফারেনহাই এ রুপান্তর করতে প্রথমে CONST বাটন প্রেস করে 3 এবং 8 চাপুন, এরপর ফারেনহাইড এককে যত তাপমাত্রা সেটা ইনপুট করে = চাপুন। তাহলেই আউটপুটে ফারেনহাইট এককে তাপমাত্রা পেয়ে যাবেন।
এ পদ্ধতিতে সেলসিয়াস থেকে ফারেনহাইট পেতে প্রথমে সেলসিয়াস মান এর এর সাথে 1.8 গুণ করে গুণফল এর সাথে 32 যোগ করুন তাহলেই ফারেনহাইট এককে তাপমাত্রা পেয়ে যাবেন।
100% অ্যাকুরেট ফর্মুলা:
$$ F = {9C \over 5} - 32 $$
২৮৮ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য