avatar
+৩ টি ভোট

একটি ওয়েবসাইট তৈরির জন্য প্রাইমারিভাবে কি কি প্রয়োজন?

আমি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমার প্রথমে কি কি লাগবে।

1 টি উত্তর

avatar
+২ টি ভোট

একটি ওয়েবসাইট তৈরি করার জন্য প্রাথমিকভাবে যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো নিন্মরুপ:


  • ডোমেইন নেম: ডোমেইন নেম হলো ইন্টারনেটে আপনার ওয়েবসাইটের ঠিকানা। যেই ঠিকানায় গেলে যে কেউ আপনার ওয়েবসাইট খুঁজে পাবে। ডোমেইন নামে আপনার ওয়েবসাইটের সার্ভারের আইপি অ্যাড্রেস লিংক করা থাকে, তাই যতবার কেউ ব্রাউজারে আপনার ডোমেইন নেম টাইপ করবে ততবার আপনার ওয়েবসাইটে চলে আসবে। যেমন, tdbangla.com এই ওয়েবসাইটের ডোমেইন নেম।
  • ওয়েব হোস্টিং: এটি এমন একটি সার্ভিস যা আপনার ওয়েবসাইটের জন্য অনলাইন স্টোরেজ সরবরাহ করে এবং আপনার ওয়েবসাইটকে ইন্টারনেটে অ্যাক্সেসযোগ্য হতে দেয়। ওয়েব হোস্টিং এর সাথে একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দেওয়া হয়। এই অ্যাড্রেসই ডোমেইন নেম এর সাথে লিংক করা হয়।
  • কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS): এটি এমন সফটওয়্যার যা আপনাকে সহজেই আপনার ওয়েবসাইটের সকল কনটেন্ট ম্যানেজ করার সুবিধা করে দেয়। বর্তমানে অনেকগুলো জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর মধ্যে ওয়ার্ডপ্রেস সবচেয়ে বহুল ব্যবহৃত হয়। এই ওয়েবসাইটে question2answer নামক একটি CMS ব্যবহার করা হয়েছে, এটা সাধারণত প্রশ্ন উত্তর ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত হয়।

  • কনটেন্ট: কনটেন্ট হচ্ছে সেসবকিছু যেগুলো কেউ আপনার ওয়েবসাইটে গেলে দেখতে পারবে। সাইটের ডিজাইন, লেআউট, ছবি, লেখা সবকিছুই এর মধ্যে ধরতে পারেন। যেমন আপনি এই লেখাটা এই সাইটে পড়ছেন এটিও এই সাইটের কনটেন্ট এর অন্তর্ভুক্ত।

একটি ওয়েবসাইট তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে এগুলোই অন্যতম।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
অনেক টেক এবং টুল ওয়েবসাইট .io ডোমেইন ব্যবহার করে কেন?
অনেক টেক বেজড ওয়েবসাইটকে দেখা যায় .io ডোমেইন নেম ব্যবহার করতে। এর পিছনে কি বিশেষ কোনো কারণ আছে?
avatar
+৩ টি ভোট
সোশ্যাল মিডিয়া একাউন্ট নিরাপদ রাখার জন্য কি কি করা উচিৎ?
সোশ্যাল মিডিয়া একাউন্ট অথবা যে কোনো অনলাইন একাউন্ট নিরাপদ রাখার জন্য কিছু টিপস দিন।
avatar
+৩ টি ভোট
মোবাইলে ভেক্টর আর্ট তৈরির জন্য কোনো অ্যাপ আছে? থাকলে বেস্ট কোনটি?
মোবাইলে অ্যাডোব ইলাস্ট্রেটর এর মতো ভেক্টর আর্ট তৈরি করার জন্য কোনো অ্যাপ আছে কি? থাকলে এদের মধ্যে বেস্ট অ্যাপটির নাম বলুন।
avatar
+৩ টি ভোট
অপটিক্যাল ফাইবার কি? একটি অপটিক্যাল ফাইবার সর্বোচ্চ কত স্পিডে ডাটা ট্রান্সমিট করতে পারে?
আমরা ইন্টারনেট কানেকশন এর জন্য যে অপটিক্যাল ফাইবার ক্যাবল ইউজ করি সেই ক্যাবল এর একটি ফাইবার প্রতি সেকেন্ডে সর্বোচ্চ কি পরিমাণ ডাটা ট্রান্সমিট করতে পারে?
avatar
+৩ টি ভোট
ফেসবুক প্রচুর ডেটা কাটতেছে, বাঁচার উপায় কি?
ফেসবুক এ প্রচুর ডেটা খরচ হচ্ছে। মনে হচ্ছে ব্যবহার এর থেকেও অতিরিক্ত ডেটা খরচ হচ্ছে। এ থেকে বাঁচার উপায় কি?

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৬ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

    Nobody yet this month.

    সাম্প্রতিক ব্যাজ সমুহ

    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    abunaser ১৭ ৫৬ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    ...