আমি প্রতিদিন ঘুমানোর আগে আমার ফোন চার্জে লাগিয়ে ঘুমাই। ৭-৮ ঘণ্টা ঘুমানোর পর ঘুম থেকে উঠে ফোন চার্জ থেকে খুলি। প্রতিনিয়ত এমন করার ফলে লং টাইমে ফোনের কোনো সমস্যা হবে কি?
সারারাত স্মার্টফোন চার্জে লাগিয়ে রাখলে কি ফোনের ও ফোনের ব্যাটারির সমস্যা হবে? এর উত্তর হচ্ছে, না।
বর্তমানে স্মার্টফোন গুলোতে চার্জিং কনট্রোল এর ব্যবস্থা থাকে। স্মার্টফোন যদি সারারাত চার্জে লাগানোও থাকে এর পরেও কোন সমস্যা হবে নাহ। কারন যখনই ফোনের চার্জ ১০০% কমপ্লিট হয়ে যাবে, ফোন চার্জ নেওয়া বন্ধ করে দেবে। এতে করে আর ওভারচার্জ হওয়ার সম্ভাবনা থাকে না।