avatar
+৪ টি ভোট

স্মার্টফোন সারারাত চার্জ করলে কি কোনো সমস্যা হয়?

আমি প্রতিদিন ঘুমানোর আগে আমার ফোন চার্জে লাগিয়ে ঘুমাই। ৭-৮ ঘণ্টা ঘুমানোর পর ঘুম থেকে উঠে ফোন চার্জ থেকে খুলি। প্রতিনিয়ত এমন করার ফলে লং টাইমে ফোনের কোনো সমস্যা হবে কি?

1 টি উত্তর

avatar
+৪ টি ভোট
সারারাত স্মার্টফোন চার্জে লাগিয়ে রাখলে কি ফোনের ও ফোনের ব্যাটারির সমস্যা হবে? এর উত্তর হচ্ছে, না। 

বর্তমানে স্মার্টফোন গুলোতে চার্জিং কনট্রোল এর ব্যবস্থা থাকে। স্মার্টফোন যদি সারারাত চার্জে লাগানোও থাকে এর পরেও কোন সমস্যা হবে নাহ। কারন যখনই ফোনের চার্জ ১০০% কমপ্লিট হয়ে যাবে, ফোন চার্জ নেওয়া বন্ধ করে দেবে। এতে করে আর ওভারচার্জ হওয়ার সম্ভাবনা থাকে না।

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
ফ্লাইট মোডে কি ফোন দ্রুত চার্জ হয়?
একটা কথা প্রয়ই শুনি যে ফ্লাইট মোড'এ ফোন চার্জ করলে দ্রুত ফোন চার্জ হয়ে যায়। এই কথাটা কি আদৌও সত্য?
avatar
+৪ টি ভোট
কি কি উপায়ে স্মার্টফোন এর ব্যাটারি ভালো রাখা যেতে পারে?
স্মার্টফোন এর ব্যাটারি দির্ঘদিন ব্যবহার করতে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না?
avatar
+৪ টি ভোট
ফোনের ডার্ক মোড অথবা নাইট মোড সবসময় চালু রাখলে কি ফোনের কোনো সমস্যা হবে?
আমি যদি সবসময় ফোন ডার্ক মোডে ব্যবহার করি তাহলে ফোনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে?
avatar
+২ টি ভোট
পুরাতন স্মার্টফোন কেনার সময় কি কি চেক করা উচিত?
আমি পুরাতন ফোন কিনতে চাচ্ছি। এক্ষেত্রে পুরাতন ফোন কেনার আগে ক কি চেক করে নেওয়া উচিত আমার।
avatar
+৪ টি ভোট
স্মার্টফোন দিয়ে DSLR মোডে ফটো তুলবো কিভাবে?
আজকাল DSLR ক্যামেরা ছাড়াই হাতে থাকা স্মার্টফোন দিয়েই DSLR এর মত (ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে) ফটো তোলা যায়। তো, স্মার্টফোন দিয়ে এইরকম ফটো তুলবো কিভাবে?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...