রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(403 পয়েন্ট) 47 বার দেখা হয়েছে
স্মার্টফোন এর ব্যাটারি দির্ঘদিন ব্যবহার করতে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না?
+4 টি ভোট

1 টি উত্তর

(1.2k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

স্মার্টফোন এর জন্য ব্যাটারি অনেক গুরুত্বপূর্ণ। আপনার স্মার্টফোন ব্যাটারি যদি বেশিক্ষণ ব্যাকআপ দিতে না পারে তবে তা আর কোনো কাজেরই না। তবে কিছু নিয়ম মেনে চলতে পারলেই ব্যাটারি অনেক দিন পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে।

  • ফোন কে সবসময় স্বাভাবিক তাপমাত্রায় রাখুন, অতিরিক্ত তাপমাত্রা লিথিয়াম ব্যাটারী এর জন্য ক্ষতিকর। অতিরিক্ত তাপমাত্রার আপনার ব্যাটারীর হেলথ খারাপ হয়ে যাওয়ার জন্য দায়ী। অতিরিক্ত তাপমাত্রায় ফোনের চার্জও দ্রুত শেষ হয়ে যায়। এ জন্য দেখবেন গরম কালে ফোনের চার্জ অনেক দ্রুত শেষ হয়ে যায়।
  • অতিরিক্ত তাপমাত্রা যেমন ক্ষতিকর, তেমনি করে অতিরিক্ত ঠান্ডাও একই ভাবে ক্ষতিকর। অনেকে ফোনকে ঠান্ডা করার জন্য ফ্রীজ এর ভেতরে রেখে দেয় কিন্তু এটা করে অজান্তেই ব্যাটারির বারটা বাজিয়ে দেয়।
  • চার্জে লাগিয়ে ফোন চালানো যাবে নাহ: চার্জ চলাকালীন ফোন চালালে ফোন অতিরিক্ত বেশি গরম হয়ে যায়। ফোন গরম হয়ে যাওয়ার কারনে এটা ব্যাটারী এর উপরে প্রভাব ফেলে যেটা সম্পর্কে উপরেই বলেছি।
  • ফোনের ব্যাটারী "Low" হয়ে যাওয়ার আগেই ফোনকে চার্জ লাগিয়ে দিন। ফোন বন্ধ হয়ে যাওয়া আগ পর্যন্ত ফোন চালানো যাবে না। এমন বার বার করতে থাকলে ব্যাটারী এর উপরে খুবই খারাপ প্রভাব পড়বে। তাই ব্যাটারী ওয়ার্নিং আসার আগেই ফোন চার্জেই লাগিয়ে দেয়াই ভালো। ব্যাটারির চার্জ 30% থেকে 90% এর মধ্যে রাখা ভালো।
+2 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...