avatar
+৩ টি ভোট

অ্যান্ড্রয়েড ফোনে সেফ মোড দেখাচ্ছে, রিমুভ করবো কিভাবে?

image

ফোন রিবুট করার পর স্ক্রিনের নিচের নিচের দিকে সেফ মোড লেখা দেখাচ্ছে আর কোনো ইনস্টল করা অ্যাপ কাজ করছে না। এটা কিভাবে আসলো? আর এই সেফ মোড রিমুভ করবো কিভাবে?

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

আপনি হয়তো ভুলবশত কোনোভাবে ফোনের রিবুট/রিস্টার্ট অপশন লগ প্রেস করে সেফ মোডে বুট করে ফেলেছেন। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সেফ মোড এক্সিট করলেই আবার ফোন আগের অবস্থায় ফিরে আসবে।


সেফ মোড রিমুভ করার জন্য সিম্পলি আপনার ফোন একবার রিবুট/রিস্টার্ট করুন তাহলেই ফোন আবার নরমাল মোডে ফিরে আসবে।

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
আমার ফোনের বর্তমান ওয়ালপেপার স্টোরেজ থেকে ডিলেট হয়ে গেছে, উদ্ধার করবো কিভাবে?
আমার ফোন এর ওয়ালপেপার স্টোরেজ থেকে ডিলেট হয়ে গেছে কিন্তু এখনো ফোনে ওয়ালপেপার হিসেবে সেট করা আছে, এই ওয়ালপেপার উদ্ধার করবো কিভাবে?
avatar
+২ টি ভোট
অ্যান্ড্রয়েড ফোনে ওয়েবপেজ ইন্সপেকট করবো কিভাবে?
অ্যান্ড্রয়েড ফোনের জন্য এমন কোনো ওয়েব ব্রাউজার আছে কি যেটা দিয়ে ওয়েবপেজের এলিমেন্ট ইন্সপেকট করা যাবে।
avatar
+৪ টি ভোট
অ্যানড্রয়েড ফোনে ক্রোম এক্সটেনশন ব্যবহার করবো কিভাবে?
কম্পিউটার এর ক্রোম ব্রাউজারে বিভিন্ন রকমের এক্সটেনশন ব্যবহার করা যায়। ওগুলো অ্যানড্রয়েড এর ক্রোম'এ ব্যবহার করা যায় না কেন? অ্যানড্রয়েড'এ কিভাবে ব্যবহার করবো?
avatar
+৪ টি ভোট
ফোনের ডার্ক মোড অথবা নাইট মোড সবসময় চালু রাখলে কি ফোনের কোনো সমস্যা হবে?
আমি যদি সবসময় ফোন ডার্ক মোডে ব্যবহার করি তাহলে ফোনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে?
avatar
+৪ টি ভোট
স্মার্টফোনে ফ্লাইট মোড দেওয়া হয় কেন? ফ্লাইট মোড এর কাজ কি?
স্মার্টফোনে ফ্লাইটমোড কেন দেওয়া হয়? এর কাজ গুলো কি কি?

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
...