রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 38 বার দেখা হয়েছে
image

ফোন রিবুট করার পর স্ক্রিনের নিচের নিচের দিকে সেফ মোড লেখা দেখাচ্ছে আর কোনো ইনস্টল করা অ্যাপ কাজ করছে না। এটা কিভাবে আসলো? আর এই সেফ মোড রিমুভ করবো কিভাবে?
সম্পাদনা করেছেন
+3 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

আপনি হয়তো ভুলবশত কোনোভাবে ফোনের রিবুট/রিস্টার্ট অপশন লগ প্রেস করে সেফ মোডে বুট করে ফেলেছেন। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সেফ মোড এক্সিট করলেই আবার ফোন আগের অবস্থায় ফিরে আসবে।


সেফ মোড রিমুভ করার জন্য সিম্পলি আপনার ফোন একবার রিবুট/রিস্টার্ট করুন তাহলেই ফোন আবার নরমাল মোডে ফিরে আসবে।

+3 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...