avatar
+৪ টি ভোট

সকল ইংরেজি কিবোর্ড লেআউট এ অক্ষর গুলো উল্টোপাল্টা থাকে কেন?

যতগুলো ইংরেজি কিবোর্ড আছে সেটা স্মার্টফোন হোক কিংবা কম্পিউটার সবগুলোতেই অক্ষর গুলো অ্যালফাবেটিক অর্ডারে না থেকে একেক অক্ষর একেক জায়গায় থাকে কেন?

1 টি উত্তর

avatar
+৪ টি ভোট

বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত স্ট্যান্ডার্ড কিবোর্ড লেআউট হলো QWERTY লেআউট। এই লেআউট তৈরি করা হয় ১৯ শতকের শেষের দিকে। মূলত সেসময় এই লেআউট তৈরিই করা হয় টাইপিং স্পিড স্লো করার জন্য। সেসময় টাইপরাইটার ব্যবহার করা হতো সবক্ষেত্রে। টাইপরাইটার এ অনেক দ্রুত টাইপ করার ফলে টাইপরাইটার জ্যাম হয়ে যেত প্রায়ই। তাই টাইপিং স্পিড কমানোর জন্য ক্রিস্টোফার শোলস নামক এক নিউজপেপার এডিটর এই লেআউট ডিজাইন করেন।


এই লেআউটে তিনি বেশি বেশি এবং পর পর ব্যবহার হয় এমন অক্ষরগুলো দূরে দূরে স্থাপন করেন, এতে সবার টাইপিং স্পিড স্বাভাবিকভাবেই কমে যায় এবং বেশি বেশি ব্যবহৃত কিগুলো দূরে দূরে স্থাপনের ফলে টাইপরাইটার জ্যাম হওয়ার হাত থেকে রক্ষা পেয়ে যায়। পরবর্তীতে টাইপরাইটার এর পর কম্পিউটার এর সময় আসার পরও যেহেতু এই লেআউট বিশ্বব্যপী ব্যবহৃত হয়ে আসছিল তাই কম্পিউটারেও এই লেআউট ব্যবহার কন্টিনিউ হয়। এর ধারাবাহিকতায় বর্তমানে স্মার্টফোনেও এই লেআউট ব্যবহৃত হচ্ছে।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
টাচ টাইপিং শেখার জন্য ভালো ভালো সফটওয়্যার কোন গুলো?

টাচ টাইপিং কাকে বলে? এই প্রশ্নের একটা উত্তর থেকে জানতে পারলাম কিবোর্ড না দেখে টাইপিং করার পদ্ধতিকে টাচ টাইপিং বলে। টাচ টাইপিং শেখার অনেক সফটওয়্যার ইন্টারনেটে পেলাম। কোন কোন সফটওয়্যার গুলো ভালো হবে?

+৩ টি ভোট
কোন ইংরেজি বাক্যে সবগুলো অক্ষর রয়েছে?
কোন ইংরেজি বাক্যে সবগুলো অক্ষর রয়েছে? এধরনের বাক্যকে কি বলা হয়?
avatar
+৪ টি ভোট
বাংলা কিবোর্ডে “র‍্য” লিখতে গেলে “র্য” হয়ে যায় কেন?

বাংলা কিবোর্ডে “র‍্য” লিখতে গেলে “র্য” হয়ে যায় কেন? তাহলে "র‍্য" লিখবো কিভাবে?

"এখানে যে র‍্য লিখেছি সেটা অন্য জায়গা থেকে কপি করেছি"
avatar
+৩ টি ভোট
ইঞ্জিনের পাওয়ার / ক্ষমতা হর্স পাওয়ার (Hp) এ প্রকাশ করা হয় কেন?
আমরা জানি পাওয়ার বা ক্ষমতার এসআই একক ওয়াট, তাহলে বেশিরভাগ সময় ইঞ্জিনের একক হর্স পাওয়ার এ প্রকাশ করা হয় কেন। আর হর্স পাওয়ার বলতেই কি বোঝানো হচ্ছে?
avatar
+৪ টি ভোট
টাচ টাইপিং কাকে বলে?
টাচ টাইপিং (Touch Typing) কাকে বলে? টাচ টাইপিং সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
...