রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 41 বার দেখা হয়েছে
যতগুলো ইংরেজি কিবোর্ড আছে সেটা স্মার্টফোন হোক কিংবা কম্পিউটার সবগুলোতেই অক্ষর গুলো অ্যালফাবেটিক অর্ডারে না থেকে একেক অক্ষর একেক জায়গায় থাকে কেন?
বিভাগ পুনঃনির্ধারণ করেছেন
+4 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত স্ট্যান্ডার্ড কিবোর্ড লেআউট হলো QWERTY লেআউট। এই লেআউট তৈরি করা হয় ১৯ শতকের শেষের দিকে। মূলত সেসময় এই লেআউট তৈরিই করা হয় টাইপিং স্পিড স্লো করার জন্য। সেসময় টাইপরাইটার ব্যবহার করা হতো সবক্ষেত্রে। টাইপরাইটার এ অনেক দ্রুত টাইপ করার ফলে টাইপরাইটার জ্যাম হয়ে যেত প্রায়ই। তাই টাইপিং স্পিড কমানোর জন্য ক্রিস্টোফার শোলস নামক এক নিউজপেপার এডিটর এই লেআউট ডিজাইন করেন।


এই লেআউটে তিনি বেশি বেশি এবং পর পর ব্যবহার হয় এমন অক্ষরগুলো দূরে দূরে স্থাপন করেন, এতে সবার টাইপিং স্পিড স্বাভাবিকভাবেই কমে যায় এবং বেশি বেশি ব্যবহৃত কিগুলো দূরে দূরে স্থাপনের ফলে টাইপরাইটার জ্যাম হওয়ার হাত থেকে রক্ষা পেয়ে যায়। পরবর্তীতে টাইপরাইটার এর পর কম্পিউটার এর সময় আসার পরও যেহেতু এই লেআউট বিশ্বব্যপী ব্যবহৃত হয়ে আসছিল তাই কম্পিউটারেও এই লেআউট ব্যবহার কন্টিনিউ হয়। এর ধারাবাহিকতায় বর্তমানে স্মার্টফোনেও এই লেআউট ব্যবহৃত হচ্ছে।

নির্বাচিত করেছেন
+3 টি ভোট

এরকম আরও প্রশ্ন

easoyeb (1.2k পয়েন্ট) 26 নভেম্বর, 2022 প্রশ্ন করেছেন
টাচ টাইপিং কাকে বলে?
+4 টি ভোট
1 টি উত্তর

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...