একটা কথা প্রয়ই শুনি যে ফ্লাইট মোড'এ ফোন চার্জ করলে দ্রুত ফোন চার্জ হয়ে যায়। এই কথাটা কি আদৌও সত্য?
ফোন ফ্লাইট মোড'এ চার্জ করলে দ্রুত ফুল চার্জ হয়ে যায় এই কথাটি ঠিক না।
ফোন ফ্লাইট মোড করলে সেলুলার নেটওয়ার্ক এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই ফোন তুলনা মুলক ভাবে পাওয়ার খরচ করে কম। তাই এখানে অনেকের মনে হয় যে এতে করে দ্রুত ফোন চার্জ হয়ে যায়। কিন্তু একইভাবে যদি চার্জ এর বাইরেও ফোন কে ফ্লাইট মোড করা যায় তারপরও দেখা যাবে যে পাওয়ার খরচ কম হচ্ছে।
২৮৭ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য