অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস এর থেকে হেডফোন অনেক দ্রুত খারাপ হয়ে যায়। এটার অন্যতম কারন হলো সঠিকভাবে ব্যবহার না করা। আমরা সব কিছু কেয়ারফুলি ব্যবহার করলেও ইয়ারফোন/হেডফোন এর বেলায় সেরকম হতে পারি না।
ইয়ারফোন/হেডফোন এর ওয়্যারগুলো অনেক চিকন হয়। আমরা বাইরে থেকে যে মেইন ওয়্যার দেখতে পাই তার ভিতরে 3 থেকে 5 টি চিকন ওয়্যার থাকে। বেশিরভাগ সময় ওয়্যার মোচড়ানোর ফলে বা প্যাচানোর ফলে কোনো একটি বা একাধিক তার ছিঁড়ে যেতে পারে। তার ছিঁড়ে গেলে ইয়ারফোনে সম্পূর্ন রূপে অকেজো হয়ে যাওয়া, একটি স্পিকার কাজ করে আরেকটা করে না, মাইক্রোফোন কাজ করে না, কখনো সাউন্ড আসছে আবার কখনো আসছেনা এধরনের সমস্যা হয়। আবার অনেকসময় ওয়্যার ছিঁড়ে না গিয়ে বরং একাধিক তারের ইনসুলেশন নষ্ট হয়ে একত্রে শর্ট হয়ে গিয়েও এধরনের সমস্যা হয়। ওয়্যার ছিঁড়ে যাওয়া বা শর্ট গিয়ে যাওয়ার এই সমস্যা বেশিরভাগ সময়ই কানেক্টর পিন এর কাছে হয়ে থাকে।
তবে কিছু নিয়ম মেনে চলতে পারলে আপনার হেডফোন অনেকদিন যাবে।
২৮৭ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য