avatar
+৪ টি ভোট

হেডফোন কেন অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যায়?

ব্যবহার অনুযায়ি অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস এর থেকে হেডফোন, ইয়ারফোন অনেক আগেই নষ্ট হয়ে যায় কেন?

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস এর থেকে হেডফোন অনেক দ্রুত খারাপ হয়ে যায়। এটার অন্যতম কারন হলো সঠিকভাবে ব্যবহার না করা। আমরা সব কিছু কেয়ারফুলি ব্যবহার করলেও ইয়ারফোন/হেডফোন এর বেলায় সেরকম হতে পারি না।


ইয়ারফোন/হেডফোন এর ওয়্যারগুলো অনেক চিকন হয়। আমরা বাইরে থেকে যে মেইন ওয়্যার দেখতে পাই তার ভিতরে 3 থেকে 5 টি চিকন ওয়্যার থাকে। বেশিরভাগ সময় ওয়্যার মোচড়ানোর ফলে বা প্যাচানোর ফলে  কোনো একটি বা একাধিক তার ছিঁড়ে যেতে পারে। তার ছিঁড়ে গেলে ইয়ারফোনে সম্পূর্ন রূপে অকেজো হয়ে যাওয়া, একটি স্পিকার কাজ করে আরেকটা করে না, মাইক্রোফোন কাজ করে না, কখনো সাউন্ড আসছে আবার কখনো আসছেনা এধরনের সমস্যা হয়। আবার অনেকসময় ওয়্যার ছিঁড়ে না গিয়ে বরং একাধিক তারের ইনসুলেশন নষ্ট হয়ে একত্রে শর্ট হয়ে গিয়েও এধরনের সমস্যা হয়। ওয়্যার ছিঁড়ে যাওয়া বা শর্ট গিয়ে যাওয়ার এই সমস্যা বেশিরভাগ সময়ই কানেক্টর পিন এর কাছে হয়ে থাকে।


তবে কিছু নিয়ম মেনে চলতে পারলে আপনার হেডফোন অনেকদিন যাবে।

  • ব্যাবহার এর সময় খেয়াল রাখুন যেন হেডফোন এর তার এ টান না পরে।
  • হেডফোনের তার যতটা সম্ভব সোজা করে রাখুন। বাকানো, পেচানো অভ্যাস থাকলে তা অবশ্যই সেগুলো থেকে সরে আসুন।
  • ব্যবহার এর পরে সোজা করে রাখুন। পেঁচিয়ে রাখবেন না। এতে করে এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 
  • ইয়ারফোন/হেডফোন জ্যাক এর পাসে বিশেষ ভাবে খেয়াল রাখুন। কারন সবার আগে সমস্যা কিন্তু এখান থেকেই শুরু হয়। জ্যাক এর গোড়ার তার'এ যেন কোন ভাবে চাপ না পরে। জ্যাক এর গোড়ার তার যথা সম্ভব সোজা করে রাখুন। সোজা রাখা থেকে বাাঁচতে চাইলে জ্যাক এবং তারের মধ্যে 45 কিংবা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এমন হেডফোন ব্যবহার করতে পারেন।
  • ইয়ারফোন কানে দিয়ে ঘুমানোর অভ্যাস থাকলে তা অবশ্যই ত্যাগ করুন।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
ইয়ারফোন এবং হেডফোন কি একই নাকি আলাদা?
ইয়ারফোন এবং হেডফোন কি একই নাকি আলাদা? এগুলোর মধ্যে কি কোন পার্থক্য আছে?
avatar
+৪ টি ভোট
বাংলা কিবোর্ডে “র‍্য” লিখতে গেলে “র্য” হয়ে যায় কেন?

বাংলা কিবোর্ডে “র‍্য” লিখতে গেলে “র্য” হয়ে যায় কেন? তাহলে "র‍্য" লিখবো কিভাবে?

"এখানে যে র‍্য লিখেছি সেটা অন্য জায়গা থেকে কপি করেছি"
avatar
+৪ টি ভোট
সিসি ক্যামেরার ভিডিও কোয়ালিটি এত খারাপ হয় কেন?
সিসি ক্যামেরা এর ভিডিও কোয়ালিটি কেন খারাপ হয়? স্মার্টফোনের ক্যামেরাও তো এরচেয়ে অনেক ভালো কোয়ালিটির ভিডিও ধারন করে। 
avatar
+১ টি ভোট
AI Artworks তৈরী করে কি টাকা ইনকাম করা যায়?
বর্তমানে AI এর ব্যবহার সবখানেই, AI দিয়ে নিজের মনোভাবকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। এই ছবি গুলো থেকে কি ইনকাম করার কোনো উপায় আছে? বিস্তারিত জানতে চাই।

টি উত্তর
avatar
+২ টি ভোট
অনেক জায়গায় উচু বিদ্যুৎ লাইনের তারে লাল এবং হলুদ রঙের প্লাস্টিক বল লাগানো হয় কেন?
অনেক বিদ্যুৎ ট্রান্সমিশন লাইনের তারে লাল কিংবা হলুদ রঙের বল লাগানো হয়, এর কারন কি?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...