চ্যাট জিপিটি হলো ওপেন এআই ( Open AI) এর তৈরি চ্যাট বট। যা মানুষের মতো রেসপন্স দিতে পারে। বর্তমান সময়ে টেক জগতে সবচেয়ে আলোচিত হচ্ছে এই চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে কোন প্রশ্ন করা হলে অধিকাংশ সময়ই সঠিক উত্তর পাওয়া যাচ্ছে। এটি শুধু ইংরেজি না, বরং বাংলাও বুঝতে পারে। তবে বাংলাতে এতটা ফ্রেন্ডলি না যতটা ইংরেজিতে। আমরা চ্যাট জিপিটিতে প্রশ্ন করেছিলাম "চ্যাট জিপিটি কি?" এই প্রশ্নের রেসপন্স যা পাই তা নিচে হুবহু দেওয়া হলো।
চ্যাট জিপিটি হল একটি কম্পিউটার প্রোগ্রাম যা চ্যাটবট হিসেবে কাজ করে এবং ব্যবহারকারীদের অনলাইনে সাক্ষাৎকার করে উত্তর দেয় এবং মজার বিষয়গুলো আলোচনা করে। এটি ভাষা অনুবাদ, প্রশ্নোত্তর, বিনোদন এবং অন্যান্য সেবাসমূহে জ্ঞান প্রদান করতে পারে।
এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং চ্যাট বট এর মধ্যে সীমাবদ্ধ। অনেক ধরনের টেক্সট ওয়ার্ক করতে পারে। যেমন-
টিকটক রিলিজ এর প্রায় ৯ মাস পর টিকটক ১০০ মিলিয়ন ব্যবহারকারী পায়, একই সংখ্যা অর্জন করতে ইনস্টাগ্রাম এর লাগে ২ বছর। কিন্তু চ্যাট জিপিটি রিলিজ এর মাত্র ৫ দিনের মধ্যে ১ মিলিয়ন ব্যবহারকারী পেয়ে যায় আর ২ মাস এর মধ্যে সেটা গিয়ে দাড়ায় ১০০ মিলিয়নে। যা ইতিহাসে আগে কখনও ঘটেনি। চ্যাট জিপিটি এর এই জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হলো মানুষের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে আগ্রহ। একটি সফটওয়ার যা মানুষের মতো চিন্তা করতে পারতেছে এর থেকে আশ্চর্যের আর কি আছে? বলা হচ্ছে যে, চ্যাট জিপিটি গুগলের জন্য একটি খাতরা। গুগলে আমরা কোন কিছু জানার জন্য প্রশ্ন করলে গুগল সে অনুযায়ি কতগুলো ওয়েবসাইট এর আর্টিকেল সার্চ রেজাল্ট'এ দেখায়। এরপরে আমরা সেই ওয়েবসাইট গুলোতে প্রবেশ করে প্রয়োজনিয় ইনফরমেশন জেনে নেই। কিন্তু চ্যাট জিপিটিতে কোন প্রশ্ন করলে কিছুক্ষণের মধ্যে সেই রিলেটেড সকল ইনফরমেশন একদম রেডি হয়ে সামনে চলে আসতেছে। আর মানুষ সবসময় সবকিছুতে সহজ পথ খুজে বেড়ায় তো এখানে কেন সেটা উল্টো হবে?