রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 93 বার দেখা হয়েছে

"চ্যাট জিপিটি (ChatGPT) কি? কি কারনে চ্যাট জিপিটি এত জনপ্রিয় হচ্ছে?" এই প্রশ্ন থেকে চ্যাট জিপিটি সম্পর্কে জানতে পারলাম। কি ভাবে আমি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবো?

+4 টি ভোট

1 টি উত্তর

(403 পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

বর্তমানে চ্যাট জিপিটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে ওয়েব থেকে অর্থাৎ আপনার ইন্টারনেট ব্রাউজার এর মাধ্যমে ব্যবহার করতে হবে। তবে প্লে স্টোরে সার্চ দিলে অসংখ্য অ্যাপ চলে আসবে চ্যাট জিপিটি নামে কিন্তু এগুলো একটাও অফিসিয়াল না তাই যদি আপনি ওপেন এআই এর অরিজিনাল চ্যাট জিপিটি ব্যবহার করতে চান তবে অবশ্যই ওয়েব থেকেই ব্যবহার করতে হবে। নিচের স্টেপ গুলো ফলো করুন।


  • ব্রাউজার থেকে chat.openai.com এই ওয়েবসাইট ওপেন করতে হবে। এটাই হলো চ্যাট জিপিটি এর অফিসিয়াল ওয়েবসাইট।image
  • এবার আপনাকে এই ওয়েবসাইটে সাইন আপ করে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। আপনি ইমেইল একাউন্ট এবং ফোন নাম্বার ব্যবহার করে সহজেই একটি অ্যাকাউন্ট আপনার জন্য তৈরি করে নিতে পারেন।image
  • অ্যাকাউন্ট সঠিকভাবে তৈরি করে নিলেই আপনি চ্যাট জিপিটি এর অ্যাকসেস পেয়ে যাবেন।

এখন যেভাবে আপনি চ্যাট করেন একইভাবে এখানে কিছু লিখে পাঠালে তা আপনাকে সেটার উত্তর দিয়ে দেবে উদাহরণ হিসেবে নিচের ছবিগুলো দেখতে পারেন।image

এটি তো শুধু ইংরেজি বুঝে তা না। বরং এটি বাংলাও বুঝতে পারে তবে ইংরেজির মতো অতটা ভালো বুঝতে পারে না। image

উত্তরটি ভালো লাগলে একটি আপ ভোট করুন কিছু জানার থাকলে মন্তব্য করুন।

সম্পাদনা করেছেন
+2 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...