avatar
+৪ টি ভোট

এএলইউ (ALU) কি?

এএলইউ (ALU) এর পূর্ণরূপ কি, এর কাজ কি।

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

এএলইউ (ALU) এর পূর্ণরূপ হলো Arithmetic Logic Unit (এ্যারিথমেটিক  লজিক ইউনিট)।

ALU হচ্ছে কম্পিউটার সিপিইউ এর একটি অংশ। যার কাজ হলো গানিতিক অপারেশনাল কাজ গুলো সম্পন্ন করা। যোগ, বিয়োগ, গুন ইত্যাদি সম্পন্ন হয় এই এএলইউ (ALU) এর মাধ্যমে। ALU শুধুমাত্র integer অপারেশন গুলো করতে পারে। এই কারনে এটি কিন্তু ভাগ করতে পারে না। যেহেতু ভাগ এর ক্ষেত্রে ভগ্নাংশ বা Floating Point আসে। ALU এর আবার দুটি অংশ Arithmetic Unit এবং Logic Unit.

এরকম আরও প্রশ্ন

avatar
+১ টি ভোট
AI Artworks তৈরী করে কি টাকা ইনকাম করা যায়?
বর্তমানে AI এর ব্যবহার সবখানেই, AI দিয়ে নিজের মনোভাবকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। এই ছবি গুলো থেকে কি ইনকাম করার কোনো উপায় আছে? বিস্তারিত জানতে চাই।

টি উত্তর
avatar
+৫ টি ভোট
ক্যাশ (Cache) কি?
ক্যাশ কি জিনিস । বিভিন্ন সফটওয়্যার গুলো কেন ক্যাশ ব্যবহার করে ?
avatar
+৫ টি ভোট
এইচডিআর (HDR) কি?
ক্যামরাতে HDR টার্ম টি দেখা যায়, এই এইচডিআর এর কাজ কি? কখন এইচডিআর ব্যবহার করবো।
avatar
+৩ টি ভোট
ইয়ারফোন এবং হেডফোন কি একই নাকি আলাদা?
ইয়ারফোন এবং হেডফোন কি একই নাকি আলাদা? এগুলোর মধ্যে কি কোন পার্থক্য আছে?
avatar
+৩ টি ভোট
এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে কি বোঝায়?
বিভিন্ন মেসেজিং অ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন উল্লেখ করা থাকে, এই এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে কি বোঝায় এবং এর কাজ কি?

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
...