রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 57 বার দেখা হয়েছে
আমার অনেক গুলো সিম কার্ড আছে, সবগুলো ব্যবহার করা হয় না। এখন কিছু কিছু সিম দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখলে কি কোন সমস্যা হবে?
+4 টি ভোট

1 টি উত্তর

(403 পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

একটি নির্দিষ্ট দিন পর্যন্ত আপনার সিম কার্ড টি যদি বন্ধ রাখেন তবে আপনি এর মালিকানা হারিয়ে ফেলতে পারেন।


বাংলাদেশের অপারেটর কোম্পনি গুলোর একটি সিম বিক্রয় করার উপরে নির্ধারিত লিমিট আছে। যা হচ্ছে ১০ কোটি। যেমন গ্রামীণফোনের ০১৭ এই সিরিজের নাম্বারে কবেই সেই লিমিট শেষ হয়ে গেছে। যার করনে গ্রামীণফোন এখন ০১৩ সিরিজ ও বিক্রয় করতেছে।


তবে আগের সিরিজে প্রায় কয়েক কোটি নম্বর আর ব্যাবহার করা হচ্ছে না। এই কারনে বিটিয়ারসি থেকে একটি নতুন নিয়ম চালু করা হয়।


যেসব সিম ১৫ মাস বা ৪৫০ দিন বন্ধ থাকবে সে সিমগুলোর মালিকানা বাতিল করে দিতে পারবে অপারেটর কোম্পানি।


৪৫০ দিন এর পরে আপনার হাতে আর ১ মাস থাকবে সিম কার্ড টি উদ্ধার করার জন্য। এর মধ্যে উদ্ধার না করলে তা অপারেটর কোম্পানি দ্বারা আবার বাজারজাত করা হবে এবং সেই সিম টি কেউ কিনে নিয়ে তার মালিক হয়ে যাবে।


কিছু স্বাবধানতা

সিম কার্ড আপনি চাইলে বন্ধ করে রাখতে পারেন। তবে এমন কোনো সিম কার্ড বন্ধ করে রাখবেন না যে সিম দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ফেইসবুক, গুগল ইত্যাদি অ্যাকাউন্ট খুলা আছে। এতে করে যদি সিম এর মালিকানা হারিয়ে ফেলেন তবে আপনার এই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট এরও নিয়ন্ত্রণও হারিয়ে ফেলবেন।

নির্বাচিত করেছেন
+2 টি ভোট

এরকম আরও প্রশ্ন

easoyeb (1.2k পয়েন্ট) 14 ডিসেম্বর, 2022 প্রশ্ন করেছেন
ই-সিম কি? ই-সিম কিভাবে কাজ করে?
+3 টি ভোট
1 টি উত্তর
easoyeb (1.2k পয়েন্ট) 19 এপ্রিল প্রশ্ন করেছেন
রোমিং বলতে কি বোঝায়?
+4 টি ভোট
1 টি উত্তর

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...