একটি নির্দিষ্ট দিন পর্যন্ত আপনার সিম কার্ড টি যদি বন্ধ রাখেন তবে আপনি এর মালিকানা হারিয়ে ফেলতে পারেন।
বাংলাদেশের অপারেটর কোম্পনি গুলোর একটি সিম বিক্রয় করার উপরে নির্ধারিত লিমিট আছে। যা হচ্ছে ১০ কোটি। যেমন গ্রামীণফোনের ০১৭ এই সিরিজের নাম্বারে কবেই সেই লিমিট শেষ হয়ে গেছে। যার করনে গ্রামীণফোন এখন ০১৩ সিরিজ ও বিক্রয় করতেছে।
তবে আগের সিরিজে প্রায় কয়েক কোটি নম্বর আর ব্যাবহার করা হচ্ছে না। এই কারনে বিটিয়ারসি থেকে একটি নতুন নিয়ম চালু করা হয়।
যেসব সিম ১৫ মাস বা ৪৫০ দিন বন্ধ থাকবে সে সিমগুলোর মালিকানা বাতিল করে দিতে পারবে অপারেটর কোম্পানি।
৪৫০ দিন এর পরে আপনার হাতে আর ১ মাস থাকবে সিম কার্ড টি উদ্ধার করার জন্য। এর মধ্যে উদ্ধার না করলে তা অপারেটর কোম্পানি দ্বারা আবার বাজারজাত করা হবে এবং সেই সিম টি কেউ কিনে নিয়ে তার মালিক হয়ে যাবে।
সিম কার্ড আপনি চাইলে বন্ধ করে রাখতে পারেন। তবে এমন কোনো সিম কার্ড বন্ধ করে রাখবেন না যে সিম দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ফেইসবুক, গুগল ইত্যাদি অ্যাকাউন্ট খুলা আছে। এতে করে যদি সিম এর মালিকানা হারিয়ে ফেলেন তবে আপনার এই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট এরও নিয়ন্ত্রণও হারিয়ে ফেলবেন।
২৮৮ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৬ জন সদস্য
Nobody yet this month.