avatar
+৪ টি ভোট

সিম কার্ড দীর্ঘদিন ধরে বন্ধ রাখলে কি কোন সমস্যা হবে?

আমার অনেক গুলো সিম কার্ড আছে, সবগুলো ব্যবহার করা হয় না। এখন কিছু কিছু সিম দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখলে কি কোন সমস্যা হবে?

1 টি উত্তর

avatar
+২ টি ভোট

একটি নির্দিষ্ট দিন পর্যন্ত আপনার সিম কার্ড টি যদি বন্ধ রাখেন তবে আপনি এর মালিকানা হারিয়ে ফেলতে পারেন।


বাংলাদেশের অপারেটর কোম্পনি গুলোর একটি সিম বিক্রয় করার উপরে নির্ধারিত লিমিট আছে। যা হচ্ছে ১০ কোটি। যেমন গ্রামীণফোনের ০১৭ এই সিরিজের নাম্বারে কবেই সেই লিমিট শেষ হয়ে গেছে। যার করনে গ্রামীণফোন এখন ০১৩ সিরিজ ও বিক্রয় করতেছে।


তবে আগের সিরিজে প্রায় কয়েক কোটি নম্বর আর ব্যাবহার করা হচ্ছে না। এই কারনে বিটিয়ারসি থেকে একটি নতুন নিয়ম চালু করা হয়।


যেসব সিম ১৫ মাস বা ৪৫০ দিন বন্ধ থাকবে সে সিমগুলোর মালিকানা বাতিল করে দিতে পারবে অপারেটর কোম্পানি।


৪৫০ দিন এর পরে আপনার হাতে আর ১ মাস থাকবে সিম কার্ড টি উদ্ধার করার জন্য। এর মধ্যে উদ্ধার না করলে তা অপারেটর কোম্পানি দ্বারা আবার বাজারজাত করা হবে এবং সেই সিম টি কেউ কিনে নিয়ে তার মালিক হয়ে যাবে।


কিছু স্বাবধানতা

সিম কার্ড আপনি চাইলে বন্ধ করে রাখতে পারেন। তবে এমন কোনো সিম কার্ড বন্ধ করে রাখবেন না যে সিম দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ফেইসবুক, গুগল ইত্যাদি অ্যাকাউন্ট খুলা আছে। এতে করে যদি সিম এর মালিকানা হারিয়ে ফেলেন তবে আপনার এই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট এরও নিয়ন্ত্রণও হারিয়ে ফেলবেন।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
ই-সিম কি? ই-সিম কিভাবে কাজ করে?
ই-সিম কি? ই-সিম কিভাবে কাজ করে? কিভাবে ই-সিম ব্যবহার করবো?
avatar
+৪ টি ভোট
ফোনের ডার্ক মোড অথবা নাইট মোড সবসময় চালু রাখলে কি ফোনের কোনো সমস্যা হবে?
আমি যদি সবসময় ফোন ডার্ক মোডে ব্যবহার করি তাহলে ফোনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে?
avatar
+৪ টি ভোট
রোমিং বলতে কি বোঝায়?
অ্যান্ড্রয়েড ফোনের সিম সেটিংসে সহ বিভিন্ন জায়গায় রোমিং শব্দটি দেখতে পাই। এই রোমিং বলতে কি বোঝায়?
avatar
+৪ টি ভোট
স্মার্টফোন সারারাত চার্জ করলে কি কোনো সমস্যা হয়?
আমি প্রতিদিন ঘুমানোর আগে আমার ফোন চার্জে লাগিয়ে ঘুমাই। ৭-৮ ঘণ্টা ঘুমানোর পর ঘুম থেকে উঠে ফোন চার্জ থেকে খুলি। প্রতিনিয়ত এমন করার ফলে লং টাইমে ফোনের কোনো সমস্যা হবে কি?
avatar
+৪ টি ভোট
ফটো এডিটিং এর জন্য কোন অ্যাপ সবচেয়ে ভালো হবে?
স্মার্ট ফোনে ফটো এডিটিং এর জন্য কি কি অ্যাপস আছে। এগুলোর মধ্যে কোনটি ব্যবহার করা সবচেয়ে ভালো হয়।

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৬ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

    Nobody yet this month.

    সাম্প্রতিক ব্যাজ সমুহ

    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    abunaser ১৭ ৫৬ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    ...