রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 42 বার দেখা হয়েছে
স্মার্ট ফোনে ফটো এডিটিং এর জন্য কি কি অ্যাপস আছে। এগুলোর মধ্যে কোনটি ব্যবহার করা সবচেয়ে ভালো হয়।
+4 টি ভোট

1 টি উত্তর

(403 পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

বর্বমানে এআই বেসড অনেক ফটো এডিটর অ্যাপ আছে। আবার বেশ কিছু ম্যানুয়াল ফটো এডিটিং অ্যাপসও আছে যেগুলো ব্যাবহার করে অনেক ভালো ভালো এডিটিং করতে পারবেন।


লাইটরুম: অ্যাপস টি অ্যাডোবি থেকে এসেছে। এই অ্যাপ দিয়ে কালার গ্রেডিং এবং লাইট অ্যাডজাস্টমেন্ট এর কাজ গুলো অনেক দারুন ভাবে করা সম্ভব। এটা মেইনলি কালার গ্রেডিং এর উপরেই ফোকাসড। তবে হালকা পাতলা এডিটিং এর টুলস ও আছে। বাই ডিফল্ট, এই অ্যাপ এর কিছু কিছু ফিচার লক করা আছে যেগুলো ব্যাবহার করতে হলে অবশই টাকা খরচ করতে হবে।

স্ন্যাপসীড: এটা গুগল এর তৈরী ফটো এডিটিং অ্যাপ। স্ন্যাপসীড একেবারে ফ্রি একটি ফটো এডিটিং টুল। এটা ব্যবহার অনেক সহজ লাইটরুম এবং পিক্সআর্ট এর তুলনায়। এটাতে সকল দরকারি ফিচার গুলো রয়েছে। ব্যবহারের জন্য এটা বিগিনারদের জন্য অনেক ফ্রেন্ডলী।

পিক্সআর্ট: অত্যান্ত জনপ্রিয় একটি ফটো এডিটিং অ্যাপ। কম্পিউটারে যেমন ফটোশপ সফটওয়্যার আছে ঠিক তেমনি ভাবে স্মার্টফোনের জন্য পিক্সআর্ট। এডিটিং এর জন্য প্রয়োজনীয় সকল ফীচার মজুদ আছে এই অ্যাপে। তবে কিছু কিছু ফিচার আছে যেগুলো প্রিমিয়াম। আর পিক্সআর্ট একটি বিজ্ঞাপন যুক্ত অ্যাপ। তারা বিজ্ঞাপন দেখিয়ে এবং সাবস্ক্রিপশন এর মাধ্যমে ইনকাম করে।

নির্বাচিত করেছেন
+4 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...