রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 84 বার দেখা হয়েছে

বিং এআই (AI) চ্যাট সম্পর্কে বিস্তারত জানতে চাই। এটা চ্যাট জিপিটি এর মতোই। বিং AI চ্যাট ও চ্যাট জিপিটি এর মধ্যে পার্থক্য কি?

+4 টি ভোট
(1.5k পয়েন্ট)
আমি যতদূর জানি সে অনুসারে বিং চ্যাট মূলত বিং সার্চ রেজাল্ট গুলো অন্যালাইজ করে এবং প্রাপ্ত ডাটা ব্যবহার করে আর্টিফিশিয়ালি একটি উত্তর তৈরি করে দেয়।
+2
(403 পয়েন্ট)
হুম, ঠিক তাই।
+2

1 টি উত্তর

(403 পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

বিং চ্যাট হল চ্যাট জিপিটি এর উন্নত ভার্সন। চ্যাট জিপিটি এর যেখানে ইন্টারনেট এক্সেস নেই। কিন্তু বিং চ্যাট এর ইন্টারনেট এক্সেস আছে। এর মানে হলো চ্যাট জিপিটি এর থেকে বিং চ্যাট এর রিসোর্স অনেক বেশি। 

চ্যাট জিপিটি এবং মাইক্রোসফট বিং চ্যাট দুটোই একই টেকনোলজি। চ্যাট জিপিটি এর প্যারেন্ট কোম্পানি ওপেন এআই তে মাইক্রোসফট এর বিলিয়ন ডলার ইনভেস্ট করা আছে। এখন থেকেই মূলত রাইট পায় মাইক্রোসফট।

বিং চ্যাট ব্যাবহার করা যাবে Bing.com এর ওয়েবসাইট থেকে। বিং হলো গুগল এর মত একটি সার্চ ইঞ্জিন। বিং চ্যাট ব্যাবহার করতে হলে অবশ্যই একটি মাইক্রোসফট Outlook অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটা লগইন করে নিতে হবে।

নির্বাচিত করেছেন
+2 টি ভোট
(1.1k পয়েন্ট)
প্রবলেমটা এখানেই বিং চ্যাট এর, বিং চ্যাট ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে। আর ইন্টারনেটে ভুল তথ্যের অভাব নেই। হতে পারে মেজরিটি ওয়েবসাইট থেকে বিং চ্যাট যে ইনফরমেশন পাচ্ছে সেটাই আউটপুট দিচ্ছে। আর সেই মেজরিটি ইনফরমেশন ই যদি ভুল হয় সেক্ষেত্রে বিং চ্যাট ও ভুল ইনফরমেশন দেবে। যেখানে একজন সাধারণ মানুষও ইন্টারনেটের ভুল ইনফরমেশন সহজেই বিশ্বাস করে নেয় সেখানে একটা এআই এর কাছে ভুল ইনফরমেশন সঠিক মনে করে আউটপুট দেওয়া মামুলি ব্যাপার। তাই যেই ফিল্ডে আপনি একেবারেই নুব, সেই ফিল্ডের তথ্য গুলো ফ্যাক্ট চেকিং ছাড়া একেবারে অন্ধভাবে বিশ্বাস না করায় ভালো।
+3

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...